আমাদের কথা খুঁজে নিন

   

দালাল পাকিস্তানী

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

রাত্রিবেলা হঠাৎ করে বাংলাদেশের ঘরে ঘরে কামান দেগে মানুষ মেরে আসল কেরে, হাসল কেরে ? -------------------------আমরা সবই জানি শহর থেকে গাঁয়ের মাঠে দিন দুপুরে পুকুর ঘাটে জ্যান্ত জোয়ান মানুষ কাটে বুকের পাটা উচিয়ে হাটে ---------------------------দানব পাকিস্তানী । নদীর পাড়ে সারে সারে কৃষক মারে শ্রমিক মারে গাছের আড়ে হাট বাজারে বারুদ হাতে ঘুরছে কেরে ? ------------------------আমরা তাদের চিনি, আগুন জ্বেলে ঘরে ঘরে ইনাম নিয়ে পকেট ভরে এখন কারা সটকে পড়ে আনরে তাদের ধরে ধরে ------------------------------দালাল পাকিস্তানী । রাজাকারদের জন্য উৎস্বর্গিত আমার এই কবিতা !!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.