আলুব্লগের মুখে শক্ত থাপ্পড়ের মতো করে এসে পড়েছে আঘাতটি। পাঠক নেই। অর্ধশিক্ষিত মাহবুব মোর্শেদের অসভ্য আচরণে ক্ষুব্ধ হয়ে যা-ও বা পাঠক-লেখক জড়ো হয়েছিলেন সেখানে, একে একে ফিরে আসছেন সামুব্লগের জলাশয়ে, পাঠকের সন্ধানে।
কিছু বিশ্বস্ত সদস্য সেখানে নামে-বেনামে প্রাণপণে লিখে চলছে বইকি, কিন্তু এভাবে কি ব্লগ টানা সম্ভব? তাই তো দেখি, ত্রিভুজ, সুমন রহমান নামগুলি আবারও বাম প্যানেলে শোভা পাচ্ছে, হয় বস্তাপঁচা পোস্ট নয়তো গুদামের বাসি-পঁচা মাল সামনে সাজিয়ে আবার তারা পসরা সাজিয়ে বসার চেষ্টায়।
এ আচরণ মনে করিয়ে দেয় পানির সন্ধানে মরুছাগলের পালের মাইগ্রেশনকে। কিংবা নতুন স্থাপনার আশেপাশে কাষ্টমার না পেয়ে পুরনো ফুটপাথে ফিরতে থাকা হকারের দলকে। কিংবা ভিনপাড়ায় খরিদ্দার না পেয়ে পুরনো ল্যাম্পপোস্টের আবছায়ায় দাঁড়িয়ে ঊরু প্রদর্শনীতে ব্যস্ত দেহপসারিণীর সারিকে।
খদ্দের এর খোঁজে এই সিজনাল ব্লগারদের ব্লগ থেকে ব্লগান্তরে আসর জমানোর ব্যর্থ চেষ্টার অবসান কবে দেখবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।