আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক তখনি, হয়তো কোথাও



হয়তো কোথাও বৃষ্টি পড়ল টুপ করে আর শেষ হয়ে গেল ঝকঝকে একটা দিন, ঠিক তখনি হয়তো কোথাও বাঁশের এন্টেনায় মিটিং বসলো একদল পাতিঁ কাকে আর ঠিক তখনি হয়তো এখানে ব্লগে ব্লগায় বেশ কিছু মানুষে । কোথাও শুরু হলো দিনের ব্যস্ততা আর কোখাও রাতের নিরবতা । ঠিক তখনি হয়তো কোথাও জ্বেলে উঠলো সন্ধ্যার বাতি । ক্রমান্বয়ে ঘুরে ঘুরে ঘুরছে একটা গোলাক আর আমরা সেই গোলকের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছি । ঘুরপাক খেতে মনে জীবনের কত দাম কিংবা পরক্ষণেই জীবনের মূল্য হয়ে যায় একটা কানা আধুলির থেকেও কম । এতো বেচেঁ থাকা নয়, স্বপ্নে স্বপ্নে স্বপ্নময় । কিংবা মায়রে মায়ায় মায়াচ্ছন্ন । সেই জীবনই হয়তো একদিন কার্তিকের কোন আদুরে ভোরে , কিংবা আশ্বিনের ভরা পূর্ণিমায় ভেসে যাবে অলকানন্দের জলে । আর তখনি মনে হবে এতো বিষাদময় অথচ কতো মধুর এ জীবন এতো ছোট কেনে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।