এম এ জোবায়ের
১৯৬৮ সাল। আমি তখন পটুয়াখালী জুবিলী স্কুলে দশম শ্রেনীতে পড়ি। বাবার চাকুরী উপলক্ষে পটুয়াখালীতে থাকি, পুরান বাজারে মিঠাপুকুর পাড় আমাদের বাসা। পাশের বাসার সোনাই দিদি, পটুয়াখালী কলেজে পড়েন, প্রায় দিন বিকালে আমাদের বাসায় বেড়াতে আসতেন। দিদির সাথে আমার খুব সথ্যতা। একদিন উনি খুব ইমোশনাল হয়ে বললেন তোরা একদিন পটুয়াখালী ছেড়ে যাবি, দিদিকে আর মনে রাখবিনা, যদি সম্ভব হয় এই দিদিকে ভুলিস না। পরদিন সকালে খবর পেলাম দিদি গত রাতে ভারতে চলে গেছেন। ৪২ বছর আগের কথা তবু দিদির কথা আজও মনে পড়ে। দিদি আপনি যেখানেই থাকেন ভাল থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।