ওয়াঁ...ওয়াঁয়াঁ...ওয়াঁয়াঁয়াঁ...!!!
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: হাহাহা হাসালেন।
কম্যুনিষ্ট মানে নাস্তিক না!। দ্বিতিয় বিশ্বযুদ্বে রাশিয়ার অবদান কি তা জানি।
আর নৃশংসতা যেই করুক তা অবশ্যই বলতে হবে।
" আপনি কি জানেন যে, এই সব দেশের মানুষেরা এখনো ঐ সময়ের পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার
প্রতি কৃতজ্ঞ, কারন রাশিয়ার সাহায্য ছাড়া তারা এখন ১০০ বছর পিছিয়ে থাকত।
"
আপনি জানেন কিভাবে রাশিয়া এই দেশগুলোকে দখলে নিয়েছে?
কিভাবে রুশ ভাষা ওদের উপর চাপিয়ে দিয়েছে??
কিভাবে ওদের স্বধিনচেতা মানুষগুলোকে সাইবেরিয়ার বরফের জায়গায় পাঠিয়ে দেওয়া হত??
আরে রাশিয়ার ওপর কি কৃতজ্ঞ থাকবে(!)
রাশিয়ার একজন পার্লামেন্ট সদস্য কিছুদিন আগে দু্ঃখ করে বলেছিল পৃথিবীর মধ্যে যে দেশ থেকে সবচেয়ে বেশী নারী পাচার হয় দেহ ব্যবসার উদ্দেশ্য তার বেশিরভাগই যায় রাশিয়া থেকে।
আর বিস্তারিত কিছু লিখলাম না।
ওদের অত্যাচার আর নির্যাতনের ধ্বনি আজো শোনা যায় এইসব দেশ থেকে।
আসলে এইসব ই হওয়ার কথা কারন দখল করে নেওয়া তো তাই।
আপনি ইচ্ছা প্রকাশ করলে আরো কিছু লিখব।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করু
**********************************************
আমার জবাবঃ
**********************************************
* কম্যুনিষ্ট মানে নাস্তিক না!
--- আমি অসংখ্য মানুষদের চিনি যারা কম্যিউনিষ্ট পার্টি করতো, এখনো করে এবং তারা মনে প্রাণে আস্তিক।
* আপনি জানেন কিভাবে রাশিয়া এই দেশগুলোকে দখলে নিয়েছে?
--- পোল্যান্ড ছাড়া ইউক্রেন,উজবেকিস্তান,তাজিকিস্তান ও চেচনিয়া ছিল এক্স সোভিয়েত। যেভাবে সাধারনত দেশ দখল হয়, ঠিক সেই ভাবেই এই দেশগুলোও সোভিয়েত আমলের আগে থেকেই "জার" এর শাসনের আওতায় ছিল। রাশিয়ান ইতিহাস (চেঙ্গিস খান' এর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত) সম্পর্কে খুব ভাল জ্ঞান এবং পড়াশোনা (অনেক বামপন্থী এবং বাংলাদেশে অবস্থানরত ইতিহাসবিদদের মতো শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তব সরোজমিনে নিজের চোখে দেখে) করেই আমার এই কমেন্ট করা।
* কিভাবে রুশ ভাষা ওদের উপর চাপিয়ে দিয়েছে??
--- রুশ ভাষা কেউ তাদের উপর চাপায় নি।
বরং ঐ সব অঞ্চলে সোভিয়েত আমল থেকে এখনো পর্যন্ত ২য় ভাষা হিসেবে নিজেদের আঞ্চলিক ভাষা অফিশিয়ালী এবং আনঅফিশিয়ালী চালু আছে।
* কিভাবে ওদের স্বধিনচেতা মানুষগুলোকে সাইবেরিয়ার বরফের জায়গায় পাঠিয়ে দেওয়া হত??
--- প্রতিটি দেশের সরকার, উক্ত দেশ এবং ঐ দেশের আইন বিরোধী কাজকর্মে লিপ্ত সকলের বিরুদ্ধে সম্ভব হলে আইনানুগ ব্যাবস্থা নেয়।
যেমন এই সরকার ক্ষমতায় এসে আমাদের ২ নেত্রীকেই কারাগারে পাঠিয়েছিল। কই, ঐ উভয় নেত্রীই কি আমাদের দেশের জন্য কোন ভাল কাজ করেন নি?
আপনার কি মনে হয়, সাইবেরিয়াতে রাশিয়ান সাধারন নাগরিকরা বসবাস করেনা? বা তাদেরকে খোলা বরফের উপর থাকতে দিয়েছিল? বেশির ভাগ দাগী এবং ভয়ংকর আসামীদেরকেই সেখানে পাঠানো হয়। সেই হিসেবে দেশদ্রোহীদের কে সেখানে পাঠানো হয়েছিল।
এটা কিন্ত এখন ইতিহাস। বর্তমানের সবচেয়ে কুখ্যাত গুয়ানতানামো কে নিয়ে কেউ কোন উচ্চবাচ্য করছেন না তো!?
* আরে রাশিয়ার ওপর কি কৃতজ্ঞ থাকবে(!)
--- সত্যিই কি তারা রাশিয়ার প্রতি কৃতিজ্ঞ নয়? আপনি শিওর, না মনগড়া কোন আভিমত?
জানেন কি যে, ঐ সব দেশ (+ অন্যান্য এক্স সোভিয়েত এমনকি এক্স সোভিয়েত ব্লক ইস্ট ইউরোপ) থেকে প্রতিদিন কত মানুষ কাজের ধান্দায় বৈধ এবং অবৈধভাবে রাশিয়ায় প্রবেশ করছে? এদের প্রতি এখনো রাশিয়ার নরম মনোভাব আছে বলে এখনো এরা রাশিয়ায় বেঁচে আছে।
* রাশিয়ার একজন পার্লামেন্ট সদস্য কিছুদিন আগে দু্ঃখ করে বলেছিল পৃথিবীর মধ্যে যে দেশ থেকে সবচেয়ে বেশী নারী পাচার হয় দেহ ব্যবসার উদ্দেশ্য তার বেশিরভাগই যায় রাশিয়া থেকে।
--- একজন রাশিয়ান পার্লামেন্ট সদস্যের দ্যঃখের কথা শুধু আপনি শুনেছেন। কিন্ত অন্যান্য অসংখ্য রাশিয়ান পার্লামেন্ট সদস্যদের রাশিয়া কে নিয়ে গর্বের কথা শোনেননি!!? খুব আশ্চর্যের বিষয়!!!
তথাকথিত সবচেয়ে বেশি নারী পাচারের দেশ রাশিয়া, কারন রাশিয়াতে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা কয়েকগুন বেশি।
আর রাশিয়াতে কিন্ত বেশিরভাগ নারীই কিন্ত সেচ্ছ্বায় এই পথ বেছে নেয়। এই পথে তারা আয় করার পর সরকার তাদের কাছ থেকে কোন ট্যাক্স পায়না বলে সম্ভবত ঐ রাশিয়ান পার্লামেন্ট সদস্যের ঐ বক্তব্য।
* আর বিস্তারিত কিছু লিখলাম না।
--- লেখেন আরো কিছু, শুনতে আপত্তি নাই।
* ওদের অত্যাচার আর নির্যাতনের ধ্বনি আজো শোনা যায় এইসব দেশ থেকে।
--- সত্যিই কি ঐ সব ইতিহাসের পাতায় থাকা কাহিনীর ধ্বনি এখনো শোনা যায়? (কোন সব দেশ থেকে উল্লেখ থাকলে ভাল লাগত, আপনি কি শুধু বাংলাদেশ থেকে মীন করেছেন?) আমার মনে হয়, নিজের দেশের এত সমস্যা থাকতে, সেগুলোকে সমাধানের চেষ্টা/চিন্তা না করে অন্যের দেশের অত্যাচার আর নির্যাতনের ধ্বনি ইথারে "টিউন" করার মধ্যে কোন সার্থকতা নাই।
*আসলে এইসব ই হওয়ার কথা কারন দখল করে নেওয়া তো তাই।
--- আপনি ঠিক কোন সব মীন করছেন? দেশ দখল, ভাষা চাপিয়ে দেওয়া , সাইবেরিয়ার নির্যাতন আর নারী পাচার ছাড়া তো আর কিছু আপনি উল্লেখ করেন নি। লজিক্যালি কি এই সব হওয়ার কথা নয়!!?? কারন সকল দেশেই কিছু না কিছু অভ্যন্তরীন সমস্যা থাকে।
* আপনি ইচ্ছা প্রকাশ করলে আরো কিছু লিখব।
--- ইতিবাচক ইচ্ছা প্রকাশ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।