সৃষ্টি সুখের উল্লাসে।
অনেক দিন আগে একই টাইটেলে একটি ধারাবাহিক পোষ্ট শুরু করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা আর শেষ করা হয় নি। তাই এখন আবার চিন্তা করলাম লেখাটি শেষ করি। এই পোষ্টটি সহ সামনের আরো কয়েকটি পোষ্টেই এবার লেখাটা শেষ করব।
....... ইনশাল্লাহ্
চর্যাপদের তত্ত্ব:
সাহিত্যের ইতিহাসে চর্যাপদের যথার্থ মর্যাদা কাব্যসৃষ্টি হিসেবে। তবে তার মধ্যে একটি ধর্মতত্ত্ব চমৎকার ভাবে অনুপ্রবিষ্ট হয়েছে। চর্যাপদে কবিতার লক্ষণ যেমন ফুটে উঠেছে, তেমনি ধর্মে তত্ত্ব কথাও বিধৃত হয়েছে। চর্যপদের কতগুলো বিষয় সোজাসুজি আধ্যাত্মিক। তাতে জন্ম-মৃত্যু, উত্থান-পতন, সুখ-দুঃখের দোলা থেকে মুক্তি লাভের এবং সহজ অবস্থার রূপ মহাসুখ-নিবাসে পৌছার ঠিকানা আছে।
বোদ্ধ সিদ্ধাচার্যেরা গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে ব্যক্ত করেছেন।
চর্যপদের সাহিত্যিক দিক:
চর্যাপদ প্রধাণত তত্ত্ববাদের বাহন, কবিতা এখানে গৌণ। বোদ্ধ সিদ্ধাচার্যদের রচনা হিসেবে চর্যাপদের মধ্যে ধর্মীয় অনুভূতি প্রকাশ পেলেও এর সাহিত্যিক মূল্য অনেক। এতে স্বতঃস্ফুর্ত রসের আবেদন এবং বাক নির্মানের শিল্পকৌশল বিদ্যমান থেকে তাকে কাব্যের পর্যায়ে উন্নীত করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।