আমাদের কথা খুঁজে নিন

   

ওরহান পামুক: একমাত্র সৎ তুর্কি।

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

ওরহান পামুক। সাহিত্যিক। ভালো লেখেন।

নৈলে নোবেল পাবেন কেন? এঁর লেখার মূল্যায়ন অবশ্য আমার পক্ষে সম্ভব নয়। যা ঐ ক’পাতা ইস্তানবুল পড়েছি। তাঁর সম্বন্ধে আজ লিখছি অন্য কারণে। ওরহান পামুকের পুরো নাম ফেরিত ওরহান পামুক। জন্ম ৭ জুন।

আমাদের ভাষা আন্দোলনের বছরে। জন্ম ও বেড়ে ওঠা ঐতিহাসিক ইস্তানবুল শহরে। পামুক যে পরিবারে জন্মেছিল, সেই উচ্চমধ্যবিত্ত পরিবারটি ছিল ক্ষয়িষ্ণু। ছেলেবেলা থেকেই ছবি আঁকত পামুক। তরুন বয়েসে স্থাপত্য নিয়ে পড়েছেন ইস্তানবুল টেকনিকাল বিশ্ববিদ্যালয়ে।

৩ বছর পড়ে পড়া ছেড়ে দিল। ইচ্ছে লেখক হওয়া। পড়ছিল। ইতিহাস। অটোমান সাম্রাজ্যের ইতিহাস।

১৯১৫। প্রায় ১৫ লক্ষ আর্মেনিয়কে হত্যা করেছিল তরুন তুর্কিরা। সেসব মর্মান্তিক বৃত্তান্ত পড়তে পড়তে বিষন্ন বোধ করত পামুক। যা হোক। ইস্তানবুল বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করল।

সময়টা ১৯৭৬ সাল। বাবা বিদেশে চাকরি করতেন। মায়ের সঙ্গে ইস্তানবুলের পামুক ম্যানসনে থাকতেন। বিয়ে করলেন ৮২ সালে। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল অবধি ছিলেন আমেরিকায়।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিটিং প্রভাষক ছিলেন। আর যাই করতেন- লিখছিলেন। ২ আমেরিকা থেকে ইস্তানবুল ফিরলেন যথাসময়ে। শহরটার প্রতি যে ভীষন টান তার। নোবেল কমিটি সেকথা পরে বলেওছে এভাবে-"In the quest for the melancholic soul of his native city, [Pamuk] has discovered new symbols for the clash and interlacing of cultures." পরে তাঁর সম্বন্ধে বলা হয়েছে-He is a Muslim, but he describes himself as a cultural one who associates the historical and cultural identification with the religion. কথাটা ভেবে দেখার মতো।

২০০৫। ফেব্রুয়ারি। ততদিনে বিখ্যাত। অনেক বই বেরিয়েছে। এক সাক্ষাৎকারে পামুক বললেন- one million Armenians were killed in these lands and nobody but me dares to talk about it. ব্যাস আর যায় কোথায়।

বিক্ষুব্দ তুর্কি জনতা পামুকের বই পোড়াতে লাগল। একবারও তারা ১৫ লক্ষ আর্মেনিয় হত্যার জন্য অনুতপ্ত হল না। এমনই শিক্ষা! এমনই অহঙ্কার! যা হোক। ২২ জানুয়ারি। ২০০৬।

অভিযোগ তুলে নেওয়া হল। In 2006, after a period in which criminal charges had been pressed against him for his outspoken comments on the Armenian Genocide, Pamuk returned to the US to take up a position as a visiting professor at Columbia. ২০০৬। ১২ অক্টোবর। নোবেল পুরস্কার পাওয়ার কথা শুনলেন পামুক। ৩ ছেলেবেলা থেকেই ইতিহাস পড়তে বড় ভালোবাসতেন পামুক ।

ইতিহাস পড়তে পড়তে চিনেছিলেন ইতিহাসের অন্ধকার দিক। জেনেছিলেন কী ভাবে হত্যা করা হয়েছিল নিরীহ আর্মেনিয়দের। কাজেই আর্মেনিয় গনহত্যার প্রতিবাদ করেছিলেন পামুক। হয়ে উঠেছিলেন একমাত্র সৎ তুর্কি। সত্য কথা বলার জন্য ভীত হননি।

মনে রাখতে হবে-পামুক যখন বললেন, one million Armenians were killed in these lands and nobody but me dares to talk about it. নোবেল প্রাইজ তখনও পাননি। ৪ আমাদের দেশে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যায়। কেন? ইতিহাস চর্চার অভাবে। আমরা কি পামুককে দেখে কিছু শিখব? বিস্তারিত দেখুন- http://en.wikipedia.org/wiki/Orhan_Pamuk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।