আমাদের কথা খুঁজে নিন

   

গোলকায়ন



হালাকু খানের চেয়ে দয়াহীন খুর তছনছ করে ফেলে সকল হেঁশেল কারো কোন একান্ত চেহারা আর গ্রহণীয় নেই এক ছাঁচে মুখ রেখে বানায় চেহারা এক পাতে খেতে হবে এক সুরে সব গান কল্লোলিত হবে একটি গোলকে আছি মহাগোলকায়নের যুগে করেছি প্রবেশ...... তাই হবে মহাপ্রভু যে ইশারা দেবে ইশারার ভিন্ন মানে খোঁজ তুমি কে হে ? গোয়ালিনী, রজকিনী সন্ন্যাসিনী, রাণী লাল নীল সাদা কালো এক রঙই নাকি ? রক্তে রক্তে আর কোন বর্ণভেদ নেই ? নীল রক্ত আর বুঝি পরাক্রান্ত নেই ? আলেক্স হ্যালির ব্যথা চিন্ চিনে হয় বুঝি লাল কোন বুকে ? দশ হাজার আট সাল জ্বল জ্বল করে বুঝি ঘরের দেয়ালে ? এক সুরে বাজে আজ সবার বেহালা তার সুরে তাল রেখে একটিই গোলগাল চাকা সব পথ চাপা দিয়ে ঘুরে ঘুরে পূর্ণ করে গোলকায়নের পথ গোলাকার পুথিবীর গোলগাল মুখে শুধু তার চুমু আঁকা ! সবার কপালে ভাঁজ মুছে গেছে সব ভাগ্যরেখা জ্যোতিষী আতসী কাঁচে বৃথাই খুঁজছে তার জ্ঞানের ঠিকানা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।