আমাদের কথা খুঁজে নিন

   

লিট্ল ইন্ডিয়ায় বাঙালিরা



লিটল ইন্ডিয়া নামে জায়গাটাতে সব বাঙালি খাবার দোকান গুলো। আমি মাঝে মাঝে যাই যখন ছোটো মাছ বা কচু ভর্তা খেতে ইচ্ছে করে। সব গুলো দোকানদার আমাকে চেনে ওখানে। সবাই আমাকে খুব আদর করে খাওয়ায় বোনের মতো। নতুন একটা বাচচা ছেলে চাকরি নিয়ে এসেছিলো আমি ঢাকা যাবার আগে।

সে এসে বললো "আপু কোথায় ছিলেন এতদিন দেখিনি যে?" বললাম ঢাকা গেছিলাম। ওর চোখের দিকে তাকাতেই দেখি চোখ দুটো ছল ছল করছে। জিজ্ঞেস করলাম "কতদিন হল এসেছ দেশ থেকে। " বললো ৭ মাস। বুঝলাম এখনো মন টা বসেনি।

বললাম মন খারাপ করার কিছুত নাই আমি গেছি ৫ বছর পর। আর ঢাকার যা অবস্হা গিয়ে তো ভালো লাগবে না......। মনে মনে ভাবলাম আমাকেই কে সান্তনা দেয়.....হাহ্‌ দেখি আমার হাসবেন্ড আমার মাথায় হাত রেখে আমাকে শক্ত করার চেশ্টা চালাচ্ছে। মনে কতো ব্যথা নিয়ে থাকি আমরা যারা বাইরে থাকি, দেশের জন্য মন খারাপ হলে একে অন্যকে সান্তনা দেই। কিন্তু যখন দেশে যাই দেশের মানুষরা যে ব্যবহার করে তাতে সত্যি মন আরো বেশি খারাপ হয় দেশে যাবার পর এবং ফেরার পর বিরাট এক শুন্যতা্য় বেশ কটা দিন কাটে আবার মন বসাতে।

দেশের মানুষের কাছে সেটা একটা আদিখ্যেতা মনে হয় আর আরো কটু কথা বলে সত্যিই দেশে আর যাবার ইচ্ছেটা শেষ করে দেয়। এর ছোট একটা উদাহরন আমার ব্লগে গেলে আর দু একটা মন্তব্য দেখলেই বোঝা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.