সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আমরা সবাই Google Adsense এর কথা কম বেশি জানি। অনেকে এই বিষয় নিয়ে অনেক লেখাও ব্লগে লিখে লিখে এর সম্পর্কে সম্যক ধারণা দিয়েছেন। কিন্তু আসল একটা কথা সবাই না বলে চলে গেছেন কিংবা অন্যভাবে কাটিয়ে গেছেন। তা হল : গুগলে এ্যাড সেন্স থেকে আয় করার জন্য নিজে , বন্ধু-বান্ধব, চ্যাটিং কিংবা অন্যভাবে কাউকে নিজের ওয়েব এ্যাড্রেস দিয়ে ক্লিক করতে বলা হলে তাতে নাকি গুগলের শর্ত ভঙ্গ হয়। আবার গুগলের এ্যাডে ক্লিক না করলেও কোন আয় আসবে না। তাহলে কিভাবে আয়টা আসবে ???? যদি কোন সহৃদয়বান ব্লগার আমার এই প্রশ্নের সোজা উত্তর দিতেন তা হলে বড়ই কৃতজ্ঞ থাকিতাম।
-- শেখ ফয়সাল আলম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।