আমরা দুর্ব্বল নিরীহ বাঙ্গালী। এই বাঙ্গালী শব্দে কেমন সমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা! এই অমিয়াসিক্ত বাঙ্গালী কোন বিধাতা গড়িয়াছিলেন? কুসুমের সৌকুমার্য্য, চন্দ্রের চন্দ্রিকা, মধুর মাধুরী, যূথিকার সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা, নবনীর কোমলতা, সলিলে তরলতা-এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য এবং স্নিদ্ধতা লইয়া বাঙ্গালী গঠিত হইয়াছে! আমাদের নামটি যেমন শ্রুতিমধুর তদ্রুপ আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ ও সরল।
কিন্তু যখনি এই বাঙ্গালীর দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আর চুপ করে বসে থাকে না।
যেমন ১৯৫২ এর ভাষা আন্দোলন
১৯৭১ এর স্বাধীনতা আন্দোলন
১৯৯০-এর গণঅভ্যুত্থান
এত আন্দোলনের পরেও বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ভুলে যায়।
এই বাঙ্গালীর দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা আর কাউকে ছাড় দেয়না।
লক্ষ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য এই সামান্যতম সুযোগ এলো। কিন্তু আমাদের দেশের কিছু স্বার্থলুভী রাজনৈতিক ব্যাক্তি তাদের স্বার্থের জন্য লক্ষ লক্ষ শহীদের রক্তের ঋণ নাম মাত্র মূল্য দিয়ে শোধ করতে চায়। কিন্তু আমরা তা হতে দিব না। শুধু ফাঁসি দিয়ে নয় তার থেকে নিকৃষ্ট কোনো শাস্তি দিয়ে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার করে বাঙ্গালী জাতীর এত বছরের কলঙ্ক মুছে পেলতে হবে।
ইনশোআল্লাহ আমরা পারবো, অতীতে পেরেছি, বর্তমানেও পারবো, আমাদের পারতে হবেই।
শাহবাগ+দেশ ব্যাপী আন্দোলন থেকে আমাদের রাজনৈতিক দল গুলো শিক্ষা নেওয়া উচিত। বাঙ্গালী জাতী এখন তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে সক্ষম। তারা অধিকার বুঝে নিতে কাউকে চাড় দিবে না।
কিন্তু এই বাঙ্গালী জাতীর প্রতি ভয়।
এই জাতী খড়ের আগুনের মত ধপ করে জ্বলে উঠে আবার ধপ করে নিভে যায়। আশা করি এই বার আর এমন হবে না। আগুন জ্বলছে জ্বলবে। অধিকার আদায় পর্যন্ত আন্দোলন চালবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।