আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের আলোচ্য সমস্যাটি সমাধানের উপায়

গভীর কিছু শেখার আছে ....

এবারের নির্বাচনে প্রার্থীদেরকে যে সিডি সরবরাহ করা হবে তাতে ছবিসহ ভোটারদের তালিকা থাকবে, না ছবি ছাড়া থাকবে- তা নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা পূর্বের পোস্টেই করা হয়েছে। আরিফ জেবতিক ভাইয়ের মতে, গতবারের মতন এবারও যদি ছবি ছাড়া ভোটার তালিকা সরবরাহ করা হয় তাতে কিন্তু খুব বেশি পৃষ্টা লাগার কথা নয়। অথচ আমার পোস্টের বক্তব্যই ছিলো, ছবিসহ ভোটার লিস্টের কালার পৃন্ট করতে গেলে কি ধরণের সমস্যা ও সময় লাগতে পারে তা নিয়ে। এক্ষেত্রে আমার যে শঙ্কাটি কাজ করেছিলো তা হলো, ছবিসহ কালার পৃন্ট করতে হলে অবশ্যই প্রতিটি পৃষ্টা পৃন্ট করতে বেশ সময় লাগবে। এক্ষেত্রে এভারেজ যে ১০ হাজার পৃষ্টার কথা সেখানে উল্লেখ করা হয়েছিলো তা যদি পৃন্ট করতে হয় এভারেজ ৩ হাজার প্রার্থীকে, তবে প্রার্থীদেরকে এসব ভোটার লিস্টের কালার পৃন্ট করতে বেশ সময় খরচ করতে হবে। এছাড়া সারা দেশে পর্যাপ্ত পৃন্টার পাওয়া বিষয়ক সমস্যাও থাকতে পারে। এক্ষেত্রে ছবিসহ ভোটার লিস্টের কালার পৃন্ট বিষয়ক সমস্যাটির সমাধান হতে পারে এমন যে, প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রথমেই নির্বাচন কমিশন থেকে পাওয়া সিডিটি বেশ কিছু কপি করে তারপর সেসব এলাকার ভোটারদের লিস্টই শুধু পৃন্ট করার ব্যবস্থা নিতে পারেন। এভাবে যদি ১০টি ভাগে ভাগ করে পৃন্ট করা হয়, তবে ছবিসহ গড়ে এক হাজার পৃষ্টা পৃন্ট করতে আশা করা যায় তেমন একটা সময় লাগার কথা নয়। এছাড়া ছবিসহ ভোটার লিস্টের কালার পৃন্ট করা বিষয়ে আরো কারো কোন ভালো সাজেসন থাকলে এখানে তা শেয়ার করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.