আমাদের কথা খুঁজে নিন

   

নলিনী



নলিনী , তুমিকি নভস্পৃক তালগাছের মত একাকি দাঁড়িয়েছো সবুজ অরণ্যে যেথায় শিশির বিন্দু পায়ে পায়ে মিশে। তুমিকি নমশুদ্র কহল দেখেছো যেথায় খুনের হুলি খেলা হয় সভ্যতার আদলে। পদ্মিনী তুমি কি নিজ ভূমে আত্মার আত্মীয়ের নর্তিতে মুগ্ধ হয়েছো যেথায় মানব মানবী অসহায়। তুকি কি নভস্থলে বলাকার ঝাঁক দেখেছো যারা অমর্ষনে বিলিয়মান। সব কিছু আজ অপরিস্ফুট, অপ্রসন্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।