মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....
ব্রা শুধু নারীদের জন্যে না পুরুষেরও । নারীর এই দরকারি অর্ন্তবাস এখন পুরুষেরাও ব্যবহার শুরু করেছে । জাপানি পুরুষদের মাঝে নারীর এই পোশাকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । দেশেটির অনলাইনভিত্তিক একটি বিপণি প্রতিষ্ঠান বলেছে, তারা সম্প্রতি পুরুষদের জন্য নারীর অনুরূপ ব্রা বাজারে ছেড়েছে । এত তারা অবূতপূর্ব সাড়া পেয়েছেন ।
রাকুটেন নামে অনলাইনভিত্তিক ওই শপিঙমলের খুচরা বিপণি প্রতিষ্ঠান উইশরুম বলেছে, বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে তিনশ পিস পুরুষের ব্রা বিক্রি হয়ে গেছে । প্রতিটি ব্রা ৩০ ডলারে বিক্রি হয়েছে । প্রতিষ্ঠানটি শুধু ব্রই নয়,পুরুষদের জন্য পেন্টিও বাজারে ছেড়েছে। উইশরমের প্রতিনিধি মাসাউকি তিসুচিয়া বলেন, তিনি ওই ব্রার মডেল হয়েছেন । তিসুচিয়া বলেন, ব্রা পরার পর তার আরাম অনুভূত হয়েছে ।
বিশেষ করে শরীর ফিটফাট মনে হয়েছে । উইশরুমের প্রধান নির্বাহী আকিকো ওকিউনোমিয়া বলেন, ব্রার প্রতি আগ্রহী পুরুষির সংখ্যা দেখে তিনি বিস্মিত । তিনি বলেন, পুরুষদের ব্রা বাজারে ছাড়ার পর আমরা তাদের কাছ থেকে এমনও বলতে শুনেছি য, ও !! আমরা দীর্ঘদিন ধরে এমন একটা জিনিসের জন্যই অপেক্ষা করছিলাম ।
সূত্র : দৈনিক যায়যায়দিন
ছবি পরে সংযুক্ক করা হইল ..
ছবি সংযুক্ত করতে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।