মহলদার
শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী আমাদের দেশেরই একজন খ্যাতিমান শিল্পী যার নাম হয়ত বর্তমান প্রজন্মের অনেকেরই জানা নেই। সুধীরলাল চক্রবর্ত্তীর গান আগে দু’একটা আকাশবাণীতে শুনেছি। কিন্তু উনি যে আমাদের দেশেরই শিল্পী আমার জানা ছিল না। তার সম্পর্কে কিছুটা জানলাম গত বছর তার একটা এ্যালবাম কালেকশন করার পর। এ্যালবামের প্রথমে ওনার সম্পর্কে কিছু কথা রয়েছে এরকম “শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী আমার সংগীত গুরু।
তার সম্মন্ধে কিছু বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ফরিদপুর নিবাসী শ্রী সুধীরলাল একাধারে মার্গীয় সংগীত ও আধুনিক গানের এক দিকপাল ছিলেন। ঢাকায় প্রথম যখন রেডিওতে তিনি যান তখন ওখানে আধুনিক গানের প্রচলন বা চাহিদা তেমন ছিলনা। তিনিই প্রথম সংগীতালেখ্যর মাধ্যমে ঢাকার রেডিওতে এক নতুন ধরনের আধুনিক গানের প্রচলন করেন। নিজস্ব ঘরানার বৈশিষ্ট্য বজায় রেখেছেন তার প্রত্যেকটি গানের সুরে।
তার সুর করা গানের সঞ্চারী একটা শুনবার মত জিনিষ। এ এক অপূর্ব সৃষ্টি। শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী প্রখ্যাত গায়ক শ্রী গিরীজা শংকর চক্রবর্ত্তীর একনিষ্ট শিষ্য ছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন শিশুর মত সরল ও ভাব প্রবণ। এখনকার বহু প্রখ্যাত শিল্পীরা তারই ছাত্র-ছাত্রী।
”
যখন তার গান শুনি, এক অন্যরকম অনুভূতি জাগে আমার মধ্যে। অবাক হই, গানের কথা- আবেদন এত সুন্দর হতে পারে। অনেকদিন পর আজ তার গান শুনছিলাম। ইচ্ছে হলো সবার সাথে শেয়ার করি একটি গান-
খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়
বাঁশী কেন তবু নাম ধরে ডাকে
আজো মোর আঙ্গিনায়।
মালতীর মালা খানি
রেখে গেলে অভিমানী
আশার মুকুল যেথায়
বিরহে ঝরিয়া যায়।
চৈতি রাতের আকূল ঊছল গান
ভুলে গেলে তুমি দিলেনা,
দিলেনা তো কোন মান।
মোর যত আশা ফুল
পেলনা তো আজো কূল
দূর থেকে শুধু দূরে
চলে যায় নিরাশায়।
খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়।
গানটির অডিও লিঙ্ক এইখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।