আমাদের কথা খুঁজে নিন

   

দ্যাটস আমোরে... চাঁদে-পাওয়া মানুষদের গান

http://joyodrath.blogspot.com/
"মুনস্ট্রাক" নামে একটা মুভি দেখলাম। রোমান্টিক কমেডি টাইপ। মুভিটার শুরু যে গান দিয়ে শেষও সেই একই গান দিয়ে। পুরো ছবির পাত্রপাত্রী সবাই চন্দ্রাহত, একটা ঘোরের মধ্যে এগিয়ে যায় ছবির কাহিনী। সেই ঘোর থেকেই বড়ভাইয়ের বাগদত্তা তাদের বিয়ের দাওয়াত হবু দেবরকে দিতে গিয়ে নিজেকে আবিষ্কার করে ওর বিছানায়! অপেরা থেকে বের হয়ে দুজনা (হবু দেবর ও ভাবী) আবিষ্কার করে কন্যাটির পিতা অন্য এক মহিলার সাথে সেই একই অপেরা থেকে বের হচ্ছে।

রেস্তোরাঁয় খেতে গিয়ে এক অধ্যাপকের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি ফেরে কন্যার মা। একপাল কুকুর নিয়ে হাঁটতে বের হয় কন্যার অশীতিপর নিঃসঙ্গ দাদা। আর সবই ঘটে যখন সোনার থালার মত চাঁদ ওঠে আকাশে, চাঁদে-পাওয়া এইসব মানুষেরা ঘোরের মধ্যে চলাফেরা করে আর জীবনের নানান ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে হয়ে আবার অন্য ঘেরাটোপে বন্দী হয়ে পড়ে! গানটার কথা বলছিলাম। এমনি মোহনীয় গান... ছবির শুরুতেই একেবারে স্পেলবাউন্ড করে ফেলে। পুরো ছবি যেন এই গানেরই আবহ রচনা করে চলে।

শেষে যখন এই গান ফিরে আসে, তখন আমি ভাবতে বসি, সেইতো, এই গানটি ছাড়া আর কিইবা ফিরে আসতে পারতো!! দ্যাটস আমোরে! ইহাই প্রেম!! দ্যাটস আমোরে বিখ্যাত গান। অরিজিন্যাল ভার্সনটা গেয়েছিলেন এখনকার বিখ্যাত গায়ক রিকি মার্টিনের বাবা ডীন মার্টিন। কত জায়গায় কতরকমভাবে যে এই গানের রিপ্রোডাকশন হয়েছে সেই ফিরিস্তি উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন আগ্রহীরা। আমার আপতত আগ্রহ গানটি শোনানোয়। শুনুন এখান থেকে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।