আমি একজন সর্বভুক প্রাণী, কোন খাবারেই আমার কোন অসুবিধা নাই। নিজে অতটা ভাল রাঁধুনি না হওয়াতে রান্নার মান নিয়েও কোন উচ্চবাচ্য নাই। মজা হলে বেশী খাই আর তা না হলে কম খাই। তবে কেউ যখন প্রশ্ন করে আমি কি খেতে পছন্দ করি, অবলীলায় যেটা বলি তা হল আমি মাছ খেতে ভালবাসি। বাচ্চারা নাকি মায়ের দোষগুন সবই পায়, সেই সূত্রমতে আমার পুঁচকি কন্যাটিও একজন মাছভক্ত হিসেবে বেড়ে উঠেছে।
ছোট্ট বেলা থেকে সে মাছ খায় এবং অতি আশ্চর্যের ব্যপার হল মাছের কাঁটা কখনো গলায় আটকে গেলেও কোন কৌশলে সেটাকে হয় গিলে ফেলে অথবা বের করে ফেলে। তার কাটা ম্যানেজ করার পদ্ধতিতে আমরা সকলেই মোটামুটি মুগ্ধ। অবশ্য সবাই নিজের বাচ্চার হেনতেন প্রতিভায় মুগ্ধ ই থাকে, আমরাও তাই।
কিছুদিন আগে পিচ্চি মৎস ভক্ত একটি মুভিতে দেখতে পায় মুভিতে তার প্রিয় শক্তিশালী আন্টি একটি হাঙ্গর মাছ এক হাত দিয়ে ছুড়ে দিচ্ছে তার শত্রুদের দিকে আর সেই হাঙ্গর অন্য সবাইকে খেয়ে ফেলার জন্য তেড়ে আসছে। যথারীতি তার প্রশ্ন এটা কি মাছ, এটা কামড় দেয় কিনা, কামড় দিলে মানুষ মরে যায় দিনা...ইত্যাদি ইত্যাদি।
এর পরের পর্ব, সে বায়না ধরলো তাকে বাজার থেকে হাঙ্গর মাছ কিনে দিতে হবে। শুক্রবার বাজার সময় বাবাকে বলে দিল হাঙ্গর মাছ কিনতে যেন ভুল না হয় এবং হাঙ্গর মাছ কাটার জন্য আগে একটা বড় করাত কিনতে হবে সেটিও মনে করিয়ে দিল ।
মেয়ের আবদার বলে কথা, বাবা বুদ্ধি করে বাজার থেকে আইড় মাছ কিনে আনলেন, কন্যা দেখবে বলে সেটিকে কাটা হলনা, অরক্ষিত অবস্থায় আনা হল। এবং হাঙ্গর রূপী আইড় মাছ দেখে সে মহা খুশি, তবে মাছটি নড়া না এই অসন্তোষ ও প্রকাশ করলো; তার আবার নড়া মাছ কেনার বড় শখ। দুপুরে খাবার খাওয়ার জন্য অস্থির, কখন হাঙ্গর মাছ রান্না হবে মৎস ভক্ত খাবেন।
আমরা এখন চিন্তায় আছি কখন সে আবার তিমি মাছ খেতে চায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।