আমাদের কথা খুঁজে নিন

   

লিলিপুট কমলা (ছবি সহ)

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

কমলার জন্য বিখ্যাত মনে হয় সিলেট। কিন্তু গতকাল একধরনের কমলা দেখলাম যেগুলো সাইজে খুবই ছোট। লিলিপুট কমলা। কিন্তু দেখতে একই রকম।

একটা ছোট লেবুর চেয়েও ছোট। এর খোসা খুবই পাতলা। এর কোয়া গুলো দেখতে ঠিক বড় কমলার কোয়ার মতই। ভিতরে বিচিও আছে, তবে ছোট। মোট কথা সব কিছুই বড় কমলার মত।

কিন্তু পার্থক্য শুধু সাইজে। অনেক অনেক ছোট। এবার আসি স্বাদের ব্যাপারে। ব্যাপক পার্থক্য রয়েছে বড় কমলার সাথে। এটা পুরো মাত্রায় টক।

কোয়াগুলোকে এমনি খাওয়া যায় না। ব্লেন্ডারে ব্লেন্ড করে চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়া যায়। আমার এক আত্মীয়, তার বাসার ছাদে টবে এমন একটি কমলার গাছ লাগিয়েছেন। যেটাতে এমন কমলা ধরে। নোট: কয়েকটি ছবি দেয়া হলো।

ছবিতে একটি চা-চামচ এর সাথে কমলার ছবি তোলা হয়েছে যাতে আনুপাতিক সাইজটি বোঝা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।