আমি গান,দ্রুতগতির গাড়ি,মুভি এবং গেমস পছন্দ করি।
"হোয়াই সো সিরিয়াস!....হোয়াই সো সিরিয়াস!!!"
আপনি যদি ব্যাটম্যান এর নতুন সিকু্য়্যাল দি ডার্ক নাইট দেখেন আপনিও উপরের ডায়ালগটি আপনার সেরা মুভি ডায়ালগ হিসেবে বেছে নিতে বাধ্য হবেন। আমি জানি আপনি হয়ত ভাবছেন,কি "পোলাপাইন্যা" কমিক বুক নিয়ে মুভি তার আবার রিভিউ! মুভিটি দেখার আগে আমিও এমনটি ভেবেছিলাম। আসলে ব্যাটম্যান এর আগের মুভিগুলো দেখে আমার ভালো তো লাগেইনি,বরং কিছুটা বিরক্ত হয়েছিলাম। এবং এই মুভিটা যখন রিলিজ হয় তখন এটাও দেখবনা ভেবেছিলাম।
কিন্তু দেখার পর বুঝেছি না দেখলে কি মিস করতাম।
দ্যা ডার্ক নাইট শুধুমাত্র ব্যাটম্যান সিরিজ এরই সেরা মুভি নয়, এটি সর্বকালের সেরা মুভিগুলোরও একটি। ব্যাটম্যান এর আগের মুভিগুলো মোটেই সিরিয়াস ধরনের ছিলো না, সেগুলো ছিলো একটা কমিক বই এরই বড় পর্দার চিত্রায়ন মাত্র। যদিও ব্যাটম্যান এর আগের মুভিগুলোর প্রত্যেকটিতে হলিউড এর তৎকালীন সেরা অভিনেতারা ছিলেন কিন্তু তাদের করা মুভিগুলোর একটিও দ্য ডার্ক নাইট এর সফলতার ধারেকাছেও নেই। আগের সিরিজগুলোতে অভিনয় করা কিছু অভিনেতার মধ্যে আছেন জ্যাক নিকোলসন,মাইকেল কিটন, ড্যানি ডেভিটো, ভ্যাল কিলমার,টমি লি জোনস,জিম ক্যারি,জর্জ ক্লুনি,আর্নল্ড শোয়ার্জনেগার,উমা থুরমান,নিকোল কিডম্যান প্রমুখ।
এত সনামধন্য অভিনেতারা তাহলে কেন ব্যর্থ ছিলেন? আসলে তাদের কিছু করার ছিলো না,তাদের যেভাবে অভিনয় করতে বলা হয়েছিলো তারা তাই করেছিলেন কিন্তু সমস্যা ছিলো ছবির সিরিয়াসনেস নিয়ে,ছবিগুলোর কাহিনী এবং উপস্থাপন ছিলো খারাপ।
কিন্তু ডার্ক নাইট এদিক থেকে পুরোপুরি ব্যতিক্রম। ডিরেক্টর ক্রিস্টোফার নোলেন এই মুভিটিকে অসাধারন ভাবে উপস্থাপন করেছেন এবং এই মুভিটি দেখার সময় আপনি ভুলে যাবেন যে এটি একটি কমিক বই থেকে বানানো মুভি। নোলেন এই মুভিটির কাহিনী কিছুটা পরিবর্তিত করেছেন এবং তার মত করে বানিয়েছেন। ডার্ক নাইটই ব্যাটম্যান সিরিজ এর প্রথম মুভি যার টাইটেল এ ব্যাটম্যান নেই, শুধুই দি ডার্ক নাইট।
কিন্তু আপনি যদি চিন্তা করতে শুরু করেন,তাহলে তো বুঝাই যাচ্ছে যে ডার্ক নাইট এর ডিরেক্টরের প্রচেষ্টা আর ব্যাটম্যান এর অভিনয় এর জন্যই সফল, আপনি তাহলে একদম ভুল চিন্তা করছেন! এই মুভিটির সফলতার পুরোভাগই পাবে এর জোকার চরিত্রটি। আমি বাজি ধরে বলতে পারি আপনি এমন চরিত্র আগে কখনো দেখেননি। হিথ লেজারের অনবদ্য অভিনয়ের কারনে জোকার চরিত্রটি চলচ্চিত্র জগতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। হিথ লেজার এই চরিত্রটির জন্য কঠোর পরিশ্রম করেছেন আর তিনি তার শ্রমের কারনে পুরোপুরি সার্থক। ধারনা করা হচ্ছে তার জোকার চরিত্রটির জন্য তিনি অনায়াসে অস্কার পেতে পারেন।
আসলে এই মুভিটির কাহিনীর কারনে এর প্রত্যেকটি চরিত্রই অসাধারন। আপনি যদি মুভি ফ্যানাটিক নাও হয়ে থাকেন তাও শুধুমাত্র জোকার চরিত্রটি দেখার জন্যও এই মুভি আপনি মিস করতে চাইবেন না।
মুভি ডিটেইলস:
রেটেড : পিজি ১৩।
রানটাইম : ২ ঘন্টা ৩৩ মিনিট।
থিয়েট্রিকাল রিলিজ : জুলাই ১৮, ২০০৮।
বক্স অফিস : $৫২৯,১৪৩,০৭০।
স্টারিং:
ক্রিশ্চিয়ান বেল(ব্রুস ওয়েইন/ব্যাটম্যান) , হিথ লেজার(দ্য জোকার), এরন ইকহার্ট(হার্ভে ডেন্ট/টু ফেস), মাইকেল কেইন(আলফ্রেড পেনিওর্থ), ম্যাগি জিলেনহল(র্যাচেল ডওস), গ্যারী ওল্ডম্যান(জেমস গরডন), মরগ্যান ফ্রিম্যান(লুসিয়াস ফক্স)।
ডিরেক্টর: ক্রিস্টোফার নোলেন।
হোয়াই সো সিরিয়াস?
এখনই আপনার ডিভিডি কালেক্ট করুন। যদি ফ্রি দেখতে চান আর টরেন্ট এর সাথে পরিচিত থাকেন তাহলে নিচের লিংক এ সার্চ করুন।
মিনিনোভা : View this link
আইসোহান্ট : View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।