জোহান
আপনি খুব সহজে পাসওয়াড না যেনে ও ঢুকে যেতে পারেন অনে্র কম্পিউটারে এবং পরিবরতন করে দিতে পারেন বাবহারকারির পাসওয়াডটি। এর জন্য আপনাকে যা করতে হবে তা এই রকম ঃ
দরুন কম্পিউটার আডমিনিসটাটরের নাম রক যার পাসওয়াড ভাংতে হবে। প্রথমে কম্পিউটার পাওয়ার বাটন চেপে এফ৫ বাটনটি চাপতে থাকুন,এইবার যে স্ক্রীন আসবে তার সেফ মুড এ চাপুন। এখন কাঙ্খিত অপারেটিং সিস্টেমটি যেমন, উইন্ডোজ এক্সপি প্রফেসনাল দেখতে পাবেন । এইবার এখানে এন্টার করুন এবং অপেক্ষা করুন ।
কিছুক্ষন পর দেখবেন রক নামক একাউনট ছাড়াও আ্যডমিনিসটেটর নামক আরেকটি একাউনট দেখা যাচ্ছে। আ্যডমিনিসটেটর এ এন্টার করুন,একটা ডায়ালগ বক্স আসবে ,ইয়েস করুন। আপনি অপারেটিং সিস্টেমে ঢুকে গেলেন। এইবার কন্টোল পানেল এ গিয়ে ইউজার আক্াউন্টস খুলুন এবং রক বাবহারকারির পাসওয়াড রিমুভ করে দিন তারপর চাইলে আপনি নতুন পাসওয়াড বসাতে পারেন। এইবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং ব্যবহার করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।