আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগে সকল মাইনাচ, পিলাস, কমেন্ট, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ সকল ব্লগারকে আমার এই শততম পোষ্টে

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

(মেলা বড়ো পোষ্ট দেবার ইচ্ছা ছিল) সা.ইনে আমার শততম পোষ্ট। ঢিলা ব্লগীং দিয়ে যাত্রা শুরু করা আমার ব্লগের আজ একশ পোষ্ট পুরা হলো। আমি যাদের কে চিনি বা যারা আমাকে চেনেন সবাই কে ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট ও অনুপ্রেরণার জন্য। আপনাদের অনুপ্রেরণা না থাকলে হয়ত এই শততম পোষ্ট করাটাও সম্ভব হতো না। সা.ইনে এসে প্রথম ব্লগীং করা শিখেছি।

অনেক ভালো লেখা পড়েছি, অনেক অজানা জেনেছি। নিজের সামান্য জ্বালাময় প্রতিভা আপনাদের সাথে শেয়ার ও করেছি। ব্লগে আসলে অন্যান্য ব্লগারের অনুপ্রেরনা না পেলে লেখাটা হয়ে উঠে না। সা.ইনের গত এক বছরের প্রায় সকল উথান পাথান আমি দেখেছি। কিছু ভালো লেগেছে কিছু খারাপ লেগেছে।

অস্বাভাবিক কিছু নয় ভালো খারাপ মিলেই সব কিছু। আসলে নিজের সামান্য সুপ্ত প্রতিভাটা প্রকাশের জন্য এইরকম একটা জায়গা ঠিকই আছে। সা.ইনকে ধন্যবাদ। (আমার ব্লগে সকল মাইনাচ, পিলাস, কমেন্ট, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ সকল ব্লগারকে আমার এই শততম পোষ্টে) আমার লেখা একটা কবিতা যেটা আমার মন খারাপ থাকলে আমি প্রায়ই পড়ি তা আপনাদের জন্য। আশা করবো আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে।

প্রজাপতির ভালবাসা সীমাহীন কষ্টের পর আরোগ্যটা দাবী অপেক্ষার পর তোমার দেখা আবশ্যকীয় ভালবাসার পংক্তিগুলো আজ মাথা চাড়া দিয়ে উঠেছে অনেক কষ্টের পর আজ ভালবাসা এসেছে। মেঘদলগুলো আজ যেন ছন্নছাড়া পাখিদের মুক্ত আকাশে অবাধ ডানা মেলা গাছেদের গুনগুন গান হারিয়ে যায় কষ্টের সুর আজ ভালবাসা আবার পূর্ণতার স্বাধ পেয়েছে। এই ভালবাসা যেন প্রজাপতির ভালবাসা হরেক রকম রঙে এর ডানা মেলা তোমাকে ভালবাসার রঙে সাজাব বধু বেশে কষ্ট পেলে না হয় আবার আত্নহনন করবো নিজেকে। ঠা ঠা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.