বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
একটি ভীতিকর প্রতীক।
চলতি বিশ্বের জনসংখ্যা ৬০০ কোটি ছাড়িয়ে গেলেও- ইহুদিদের সংখ্যা মাত্রর তেরো কি চৌদ্দ মিলিয়ন; তার মানে সাকুল্যে দেড় কোটিও না। অথচ, এই সংখ্যালঘু জাতিটি সমসাময়িক বিশ্বের রাজনৈতিক কী বিপুল প্রভাব রেখেই না চলেছে ।
এমন কী আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন না হবেন -তাও নাকি মার্কিন ধনী ইহুদি গোষ্ঠীই নির্ধারন করে দিচ্ছে। রোজ ফিলিস্তিনে কত জন নিরপরাধ মানুষকে হত্যা করা হবে সেটাও ইহুদি সামরিক কর্মকর্তারা তেল আবিবের সামরিক ঘাঁটিতে বসে ঠান্ডা মাথায় ঠিক করেন। যে কারণে ফিলিস্তিনি জনগনের কাছে ওপরের প্রতীকটি হয়ে উঠেছে ২য় মহাযুদ্ধকালীন নাৎসীবাহিনীর মতোই ভীতিকর।
প্রাচীন ফিলিস্তিনে জুদাহ নামে একটি প্রদেশ ছিল। হিব্রুবাসী জনগন সেই জুদাহ প্রদেশে বাস করত ।
এদের পূর্বপুরুষ ছিল মিশরে বন্দি। মুসা নবী তাদের মুক্ত করে ফিলিস্তিনের পথ দেখিয়েছিলেন। কালে কালে হিব্রু ভাষায় জুদাহ শব্দটা হয়ে উঠল-ইয়েহুদা। ওই হিব্রু ইয়েহুদা শব্দ থেকেই Judaism. যা দিয়ে আজ ইহুদিদের ধর্মকেই বোঝায়। তবে, Judaism মানে ইহুদিজগৎ, তাদের ইতিহাস, জীবনধারা...
সেই ইহুদিজগৎকেই Lange নানাভাবে বিশ্লেষন করেছেন তার সুলিখিত An Introduction To Judaism বইতে।
http://www.mediafire.com/?m1loovhtzoj
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।