ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
কম্পিউটার ফরমেট করার পর বেশ কিছু ড্রাইভার সেটাপ করার প্রয়োজন হয়। যেমন - সাউন্ড ড্রাইভার, ভিজিএ ড্রাইভার, মডেম ড্রাইভার ইত্যাদি।
কম্পিউটার ফরমেট করার আগে এ সমস্ত ড্রাইভার কম্পিউটার থেকে ব্যাকাপ করে নেয়া যায়। মাদারবোর্ডের সিডিতে কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভার দেওয়া থাকে অথবা আমরা কোনো নুতন ডিভাইস কিনলে এর সাথে সিডি পেয়ে থাকি।
এখন কোনো কারনে যদি আপনার এই সিডি নষ্ট হয় বা হারিয়ে যায়, তখন ইন্টারনেট থেকে ড্রাইভার খুঁজতে হয় ।
ইন্টারনেট থেকে ড্রাইভার খুঁজতে এবং ডাউনলোড করতে সমস্যা হয় অনেকের । এ সমস্যাটি সমাধানের জন্য আপনি একটি সফ্টওয়ার ব্যবহার করতে পারেন । এ (Drivermax) সফটওয়ারটির সাহায্যে কম্পিউটার ফরমেট করার আগে সমস্ত ড্রাইভারগুলো ব্যাকাপ করে নিন । ফরমেট শেষ করার পর ঐ একই সফটওয়ারের সাহায্যে ড্রাইভারগুলো সেটাপ করে নিতে পারেন। ড্রাইভারগুলো থেকে যদি কোন ড্রাইভার সেটাপ করা না যায় সে ক্ষেত্র বিকল্প পদ্ধতি অর্থাৎ ডিভাইস ম্যানেজারে গিয়ে যে ড্রাইভারটি সেটাপ করা যায়নি সেটিকে ব্যাকাপ করা ফোল্ডার থেকে ম্যানুয়ালি সেটাপ করতে পারেন।
এটি একটি ফ্রি-ওয়্যার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।