আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল্ড ট্রাভেল মার্কেট এক্সিবিশান

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

গত সপ্তাহে লন্ডনের এক্সেল সেন্টারে হয়ে গেল এই বছরের ওয়াল্ড ট্রাভেল মার্কেট এক্সিবিশান প্রতিবছরের মতো। কাছাকাছি এলাকায় কাজ করার সুবাদে যাওয়ার সুযোগ হয়েছিল এবার।

পুরো এক্সিবিশান সেন্টারটাকেই সাজিয়েছিল মহাদেশ ভিত্তিক। একেক মহাদেশের স্টল গুলোর মধ্যে একেটটা ব্যাপার ছিল বলে আমার ক্ষুদ্র পর্যবেক্ষনে মনে হয়েছে : আমেরিকা মহাদেশ : এ্যাডভেঞ্চার টাইপ একটা ব্যাপার আছে। আফ্রিকা মহাদেশ : প্রকৃতির একধরনের বন্যতা ছিল। এশিয়া মহাদেশ : সংস্কৃতি এবং বৈচিত্রতা। মধ্যপ্রাচ্যের দেশ (বিশেষ করে দুবাই) : জৌলুস এর ছড়াছড়ি।

। এই এক্সিবিশানটাতে মুলত বিভিন্ন দেশের পর্যটন বিভাগ, বিভিন্ন ট্যুর অপারেটর, টুরিস্ট এবং ট্রাভেল রিলেটেড ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে। পৃথিবীতে যে দেখার মতো কত জায়গা আছে তারই প্রদর্শনী যেন। আমাদের কাছাকাছি দেশ গুলোর মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, মালদ্বীপ, শ্রীলংকার স্টল ছিল দেখার মতো। বিশেষ করে ভারতীয়দের তাদের দেশে টুরিস্টদের নেয়ার আগ্রহ চোখে পড়ার মতো।

আসলে বর্তমান সময়ে ট্যুরিজম যে কোন দেশের জন্য বিপননযোগ্য বড় একটা ব্যবসা হিসেবে দেখা হয়। তন্নতন্ন করে খুজেও আমাদের প্রিয় লাল-সবুজের কোন দেখা মিলল না!!! অথচ আমাদের আছে ট্যুরিস্ট আকৃষ্ট করার মতো অনেক অনেক চমৎকার জায়গা। শুধু দরকার যায়গামতো মার্কেটিং করা। জানিনা আমাদের পর্যটন মন্ত্রনালয় এই ইভেন্ট সম্পর্কে জানে কিনা?? জানলে আশাকরি আগামী বছর দেশের ছোট্ট হলেও একটা স্টল দেখবো। আর না জানলে, জানিনা কেউ জানার চেষ্টা করছে কিনা?? আগামী বছর একই সময়ে (নভেম্বর ৯ - ১২) লন্ডন এক্সেল সেন্টার এ আবারো হবে এই ইভেন্ট।

বিভিন্ন প্রতিষ্ঠান এখন থেকেই হোটেল বুকিং থেকে শুরু করে স্টল মেকারদের বুকিং দিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.