এমন গোধূলী বেলায়-
সহসা , সময়ের নৈঃশব্দ্য বিশৃংখলা
নদী ও নারীর কাছে এলে জাগে
অপসৃয়মান প্রতিবিম্বের জানালা।
নদীতে জোয়ার এলে -
পরসিয়া নাও জুড়ে যায়
ক্লান্তিহীন পদ্যের অন্তমিল।
সেরূপে নারী খোঁজে
শরৎ আকাশের নীল....
সেই যে আঙুলে আঙুলে
পরিচিত ভাষা- স্থবির কাল
আমি তুলে নেই শিল্প ক্রমে ক্রমে
আর সহজিয়া রোদে কাঁপে; চক্রবাল।
তারপর স্থবিরতা শেষে দেখি
তোমার শরীরে ক্যামন শ্রাবণ,
গোধূলীর রঙে পূণর্বার বলি -ভালোবাসি
যেন পদ্যের আড়ালে গোধূলীর বিস্ফোরণ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।