আমাদের কথা খুঁজে নিন

   

জনির জন্য এখন পর্যন্ত যে যা সাহায্য পৌঁছে দিলেন

.

আমার মনে হয় জনির দুর্ভাগ্যের কথা যাদের কানে গিয়েছে তারা সারা জীবনই জানতে চাইবেন সে কেমন আছে,কিভাবে বেড়ে উঠছে। সুস্থ আছে কিনা। এই পোস্টে জনি কেমন আছে জানানোর চেষ্টা করবো। জনিকে কে কি সাহায্য করলেন তা তার পরিবারের সদস্যদের সূত্রে উল্লেখ করা হবে। জনিকে নিয়ে প্রথমে ভাস্কর চৌধুরী এর পর মানবীর হৃদয় নাড়ানো লেখা দুটি পড়ে জনিকে দেখতে গেয়েছিলাম।

বলা ভাল ইমিগ্রেশন এইড জনি, তার নানী ও বোনের ভরন-পোষন, দায়িত্ব নেয়ার ঘোষনা দেয়া সত্বেও অনেকে এখনো জনিকে সাহায্য করার জন্য তার বাড়ি চলে যাচ্ছেন। গত পরশু ঢাকার মীরপুর থেকে নাজমিন আক্তার নামের এক ভদ্রমহিলা জনি যাতে নিয়মিত দুধ খেতে পায় এজন্য একটি বাছুরসহ গাভী পাঠিয়ে দিয়েছেন ট্রাকে করে। ১০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন প্রিন্স নামের এক জন। তার সঙ্গে পথ চিনিয়ে নিয়ে যাওয়া রাজিব সাহেব জনির হাতে গুজে দেন ২ হাজার টাকা। এমেরিকা থেকে ফিরেই গত শনিবার ঢাকা থেকে পতন ঊষার গোপীনগর গ্রামে গিয়ে জনির পরিবারের সদস্যদের কাছে ৩ হাজার টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসেন সাবিনা ইয়াস মিন নামের এক ভদ্র মহিলা।

এর মধ্যে জনি দুদিন তার নানী ও বোনসহ ঢাকায় ছিল। তাকে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসককে দেখিয়ে ওষুধ কিনে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। এছাড়া গত সন্ধ্যায় কমলগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা জনিকে দেখে ২ হাজার টাকা দিয়ে এসেছেন। একটি প্রতিষ্ঠান জনির পুরো দায়িত্ব নেয়ার পরও আর সাহায্যের দরকার কী? এই প্রশ্নে নতুন নতুন সাহায্য দিতে আসা মানুষরা বলছেন, যে যা করছে করুক । নিজে কিছু করতে না পারলে মন মানছে না।

সব দেখে আশা জাগে,কে কি করলো না করলো ভুললেও কেউ না কেউ জনির পাশে থাকবে। আমরা না থাকলেও। সাহায্য:১৪/১১/০৮ শ্রী মঙ্গলের সামাজিক- সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার-এর সদস্যরা আজ সকাল ১১.৩০ মিনিটের দিকে জনিকে দেখতে যান। তারা জনি ও তার নানী,বোনের জন্য কম্বল,শীতের পোষাক ও খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। জনির জন্য সাবিনা ইয়াসমিনের দেয়া গাভী থেকে আজ আধা লিটারের কিছু বেশি দুধ দোয়ানো হয়েছে।

জনির যা লাগে সেটুকু নেয়া হয়। বাকি টা গাভীর বাছুরটি খেয়ে নেয় আজ সকাল থেকে জনি হাসি খুশি আছে। দুধ খেয়েছে তিন বার। ওর একটা মশারি দরকার। মাছি ঝামেলা করে ও ঘুমানোর সময়।

আর ঝামেলা করে বাড়ির ১৫/২০টা পিচ্চি!ওরা দিন ভর উঠানে লাফালাফি করে,আর চিল্লিয়ে বাড়ি মাথায় তুলে রাখেএতেও ঘুমে ডিস্টার্ব হয় জনির।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।