আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
কাঠাল পাতা কাঠাল পাতা
তোমার সঙ্গে আড়ি
সামহয়ারের ছাগুর এখন
আলু পাড়ায় বাড়ি।
উনি এখন এইখানে আর
প্রথম পাতা পড়েন না,
ছুশিল ছারা অন্যকারো
লেখায় কমেন্ট করেন না।
'নিক'এর আমি, 'নিক'এর তুমি
নিক গিয়েছে চুরি,
কেচো খুড়তে সাপ বেরুলো
বন্ধ খুড়ো-খুড়ি।
হা হা হাহা, হা হা হাহা
হাত তালি দেও বাচ্চালোক
আলুর সাথে কাঠাল পাতা
ওদের রাতের খাদ্য হোক।
(কোন কিছুর সাথে মিল পাওয়াটা নেহায়েতই কাকতাল মাত্র)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।