আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
খাচ্ছে আলু সকাল দুপুর,
খাচ্ছে আলু রাতে;
খাচ্ছে আলু কচকচিয়ে
কাঠাল পাতার সাথে।
আলুর ছোলাও পায়না রেহাই
তাও চলে যায় পেটে,
মাসকাবারি জুটলো কত
ছাগের মত খেটে?
ছাগ বলাটা ভুল হলো কি?
ব্লগের ভাষায় ছাগু
এদের জ্বালায় ব্যান হয়েছে
আমার দেওয়ান কাগু।
তবুও ভাই যে যাই বল
এরাই ব্লগের প্রান,
ছাগ-বিনে এই সামহয়ারে
প্রাণ করে আনচান।
(কোন কিছুর সাথে মিল পাওয়াটা নেহায়েতই কাকতাল মাত্র)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।