আমাদের কথা খুঁজে নিন

   

তৃনমূল ভোটার এর জবান বন্দি।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

ভাই কার্ড পাইছেন এর প্রশ্নের জবাবে একজন ভোটারের জবান বন্দি। ভোটার কার্ড দিছেন ভাল কথা । আমার রেশন কার্ড কই। খাইতে পারিনা আবার ভোট। ভোটার কার্ড দিয়া কি হইব।

ভোটার কার্ড দিলে কি এক বেলা ভাত জুটবো। তাহলে এইটা নেও নিয়া ভাত দেন। ক্ষুধার জ্বালায় মানুষ অতিষ্ট তাদের চিন্তা করার ক্ষমতা প্রায় নেই বললে চলে। ভোট তাদের জীবনে কোন প্রভাব ফেলেনা। একবারের জন্যও আমাদের দেশে কোন জনগনের সরকার আসেনি এসেছে বিদেশীদের তল্পীবাহক সরকার।

আই এম এফ ও বিশ্ব ব্যাংক প্রভাবিত সরকার। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নে ছিল ব্যাস্ত। এবার যারাক্ষমতায় আসবে তারা কি পূর্বের মতো দ্রব্যমূল্যের উর্ধ্যগতি রোধে সাধারন মানুষ নিম্ন মধ্যবিত্ত এবং বেকারদের কর্মসংস্থানের পাশাপাশী রেশন কার্ড, অগ্রাধিকার ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।