.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।
রেডিও ফূর্তি থেকে যোগাযোগ করেছিল কয়েকদিন আগে । লেখালেখির সাম্প্রতিক ট্রেন্ড ব্লগিং নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করলেন উনারা । আমাকে কয়েকটি নাম জিজ্ঞেস করে বললেন , নতুন আসা অমুক ব্লগ সাইটের উদ্যোক্তাদের সাথে বসতে আমার কোন আপত্তি আছে কি না ।
আমি বললাম , নাই । তবে উনাদের আপত্তি থাকতে পারে ।
যাই হোক শেষ পর্যন্ত সেই যৌথ আলোচনাটি হচ্ছে না আপাতত হচ্ছে না বলেই শুনলাম । তবে স্লট তো খালি যেতে পারে না , তাই বোধহয় আমাকেই এককভাবে বলি দিতে যাচ্ছেন উনারা ।
রেডিও ফূর্তিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাক্ষাতকারের জন্য ডেকেছেন এই অধমকে ।
আগ্রহী বন্ধুদেরকে শোনার আমন্ত্রন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।