পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
ডানা ভাঙ্গা একটি পাখি
বারে বারে ডাকে
ঘুম ভেঙ্গ যায় ডানা ভাঙ্গা
এই পাখিটির ডাকে।
একটি পাখি ডানা ভাঙ্গা
রদ্দুর কেন দেখে
এই পাখিটি বারে বারে
আমায় কেন ডাকে।
ঘুম ভেঙ্গে যায় পাখির ডাকে
ডানা ভাঙ্গা পাখি
কেনযে পাখি এত্তে করে
কেনযে ডাকাডাকি।
রদ্দুর দেখে ডানা ভাঙ্গা পাখি
রদ্দুর দেখি ঘুমভাঙ্গা এই আমি
তাকাতাকি আমি পাখি মুখোমুখি
স্বর্গ ছেড়ে রদ্দুর ধরে নামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।