পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
শ্রাবন মেঘের বৃষ্টি দিনে
একটি বিকেল দাও
সেই বিকেলে হাত বাড়িয়ে
বৃষ্টি কনা নাও।
এক বিকেলে আমরা দুজন
একই আকাশ নিচে
বুকে নিও বৃষ্টি কনা
আমার জলও আছে।
তোমার পাড়ায় তুমি থাকো
আমার পাড়ায় আমি
বৃষ্টি এলে অশ্রু বলে
আমিও একটু নামি?
এ জল তুমি ভুল করেও
নিওনা আর মূখে
এ জলে আজ লোনা স্বাদ
আমার বুকের দু:খে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।