আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাক্ট কিংবা মিথ

মিথ্যার পাহাড় রচনা করেছ 'ফ্যাক্ট'কে 'মিথ' করেছ যুক্তিকে বদলিয়ে করেছ আবেগ রাতকে দিন করেছ, দিনকে করেছ রাত সবকিছু বদলে দিয়েছ। আমরা ভেবেছি নয়া বয়ান পাব তৈরি করব নতুন ইতিহাস কিন্তু তুমি প্রতিধ্বনি করেছ সময়ের বাস্তবতার না। হে আদালত তুমি ই সব না। মনে রেখো ক্ষমা পাবেনা তুমি ইতিহাসের কাছে। লক্ষ শহীদের আত্মা চিৎকার করে কাঁদছে বলছে 'জাস্টিস' 'জাস্টিস'।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।