আমাদের কথা খুঁজে নিন

   

এক্সক্লুসিভ পোস্টঃ মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর কিছু অজানা তথ্য(রি-ব্রান্ডিং সংক্রান্ত)

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   প্রিয় ব্লগারগণ ও সেই সাথে এন্ডুপ্রেমী গণ কেমন আছেন সবাই???আজ আপনাদের সাথে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি। তো রেডি আছেন তো!!! মাইক্রোম্যাক্সকে আমরা সকলেই ইন্ডিয়ান কোম্পানী হিসেবে জানি।

সম্প্রতি স্মার্টফোনের স্মার্ট ওয়ার্ল্ডে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এনে এন্ড্রয়েড প্রেমীদের পথটা আরেকটু সুগম করেছে আর কি!!!কিন্তু মাইক্রোম্যাক্সের A110 ক্যানভাস ২ হচ্ছে চায়নিজ একটি মোবাইলের রি-ব্রান্ডিং। অনেকেই হয়ত ব্যাপারটা জানেন। কিন্তু বলবেন এ আবার নতুন কি??? কথাটা ঠিক। তবে কোন ব্রান্ডের রি-ব্রান্ডিং করেছে সেটা তো জানেন না তাই না!!!এটাই তো আজকের মূল টপিক যাক আসল কথায় আসি!!!মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ সেটটি মূলত ১ টি দেশ অর্থাৎ চায়না বানালেও ভারত ছাড়া এটিকে আরও কয়েকটি দেশ ও রি-ব্রান্ডিং করেছে। মূল প্রস্তুতকারক দেশঃ চায়না ব্রান্ডের নামঃ Beidou মডেল নং: K-ONE দামঃ Beidou Chi K is just 799 yuan or approximately $128 আরও ছবি দেখতে চাইলে ক্লিক করুনঃ এখানে অন্যান্য রি-ব্রান্ডিং করা দেশ সমূহঃ ১. দেশঃ ফিলিপাইন ব্রান্ডের নামঃ MyPhone মডেল নং: A919 Duo সাইটের লিংকঃ MyPhone A919 Duo ২. দেশঃ থাইল্যান্ড ব্রান্ডের নামঃ i-mobile মডেল নং: IQ 5A সাইটের লিংকঃ i-mobile IQ 5A ৩. দেশঃ ভারত ব্রান্ডের নামঃ Micromax মডেল নং: A110 সাইটের লিংকঃ Micromax A110 Canvas 2 ৪. দেশঃ পাকিস্তান ব্রান্ডের নামঃ Qmobile মডেল নং: Noir A10 সাইটের লিংকঃ QMobile NOIR A10 অনেকে হয়ত বা এই ডিভাইস টি কিনেছেন বা কিনবেন।

তা কেনার আগে যাচাই করে নিন টাকা দিয়ে কি কিনছেন। তো আজ এই পর্যন্তই। এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!! ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.