maanush84@yahoo.co.uk
বলছি না হাতটা ধরো।
ক্লেদাক্ত জনতার ভীড়ে
শতেক কটাক্ষ মেনে নিয়ে,
চাইছি না ওষ্ঠের ছোঁয়া।
বলছি না ছুঁয়ে দিতেই হবে।
বলছি না, বলতেই হবে
ভালবাসার কথা নিন্দার ঊর্ণজাল ছিঁড়ে।
শব্দগুলো বুকের মাঝেই রাখো।
চাইছি না এই বিষ বৃষ্টি মেখে
ক্ষনিক কাছে আসো,
চাইছি মনে জনারণ্যে শুধুই ভালবাসো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।