নিহন
একটি নপুর, দু'টি নূপুর
কতো নুপুর দেখি ।
তোমার পায়ে পরাবো বলে
নূপুর বালা বলো তুমি ,কোন নুপুর টা রাখি।
এক মেলা , দুই মেলা
কতো নুপুর মেলা দেখি
নুপুর মেলায় ঘুরি আমি একা
ভাবি শুধু নুপুর বালা, তোমার কথা
তোমার জন্য এই মেলাতে হয়েছে কোন নুপুর রাখা
একটা নুপুর ধরে আমি , তোমার ছবি দেখি
তোমার পায়ে পরাবো বলে
সে নুপুরটা রাখি।
সে নুপুরটা পরে বালা
হাটবে তুমি, দেখবে লোকে চেয়ে
তোমার পায়ের খেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।