আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাকিউপ্রেশার চিকিৎসা -২

আমি খুজি: ধর্ম+সত্য+পবিএতা

অ্যাকিউপ্রেশার শব্দের সম্পর্ক রয়েছে অ্যাকিউপাংচারের সাথে। 'অ্যাকিউ' মানে সূচ ও পাংচার মানে বিদ্ধ করা। অ্যাকিউপাংচার মানে হল দেহের বিশেষ বিশেষ জায়গায় সূচ বিদ্ধ কওে যে চিকিৎসা করা হয় সেই চিকিৎসা প্রনালী। অ্যাকিউপ্রেশার মানে হল দেহের বিশেষ বিশেষ জায়গায় বৃদ্ধাঙ্গুলি কিংবা ভোতা বস্তুর সাহায্যে চাপ দিয়ে রোগ দূও করার চিকিৎসা প্রনালী। আমাদের দেহ পাঁচটি মূল উপাদানে গঠিতঃ- (ক) মাটি (খ) পানি (গ) অগ্নি (ঘ) বায়ু (ঙ) মহাকাশ যে সঞ্জীবনী শক্তির বিদু্যৎ দ্বারা এই উপাদানগুলি নিয়ন্ত্র্রিএ পরিচিত তা হলঃ- (১) চি (Positive) ধনাত্মক (২) চেন (Negative) ঋনাত্মক এই পাঁচটি উপাদান দেহের বিদ্যুৎ শক্তি(Bio-Electricity) দ্বারা নিয়ন্ত্র্রিত হয়।

এই অপরিবর্তনশীল জীবন ব্যাটারী থেকেই আসে বিদ্যুৎ প্রবাহ বা চেতনা। ভ্রুনবস্থাতেই এই ব্যাটারী আমাদের দেহে অধিষ্ঠিত হয়। দেহের ভিতরের এই জীবনী শক্তির আধার থেকে যে বিদ্যুৎ প্রবাহ (চেতনা) বয়ে চলে তার নাম 'মেরিডিয়ান্স'। 'মেরিডিয়ান্স' নামে পরিচিত এই বিদ্যুৎ প্রবাহ ডান হাতের প্রতিটি আঙ্গুলের ডগা থেকে শুরু হয়ে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে এবং অবশেষে পায়ের আঙ্গুল অবধি পৌছায়। বাঁদিকও ঠিক একই ভাবে বিদ্যুৎ প্রবাহ চলাচল করে।

যত্ক্ষন পর্যন্ত দেহে এই বিদ্যুৎ প্রবাহ ঠিকমতো চলাচল করে, তত্ক্ষন শরীর সুস্থ ও সামর্থ থাকে। কোন কারণবশত এই বিদ্যুৎ প্রবাহ যদি দেহের কোন অংশে পৌছঁতে না পারে তখনই সেখানে বিকল অবস্থার সৃস্টি হয় এবং কোন কোন সময় ব্যথা-বেদনাও। যদি সেই অংশে পুনরায় ঠিকভাবে বিদ্যুৎ সঞ্চালন করা যায় তাহলে রোগমুক্তি হয়। প্রয়োগ কৌশলঃ-................চলবে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।