গফরগাঁও কে বিশ্বের মাঝে উপস্হাপন করতে চাই
অ্যাকিউপ্রেশার: বিস্ময়কর এক প্রাকৃতিক চিকিৎসা
আপনার চিকিৎসক আপনি। রোগ নির্ণয়, প্রতিরোধ এমনকি প্রতিকারও আপনার হাতে। এর জন্য আপনাকে কোনো বিশেষ প্রস্তুতিও নিতে হবে না। যেথানেই থাকুন সেখানেই নেয়া যাবে এই চিকিৎসা। কিন্তু কীভাবে? নিজেই নিজের চিকিৎসা করার এই পদ্ধতির নাম অ্যাকিউপ্রেশার।
বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতি ক্রমশ স্বচিকিৎসা নামেই পরিচিত হয়ে উঠছে।
বিজ্ঞানের আশীর্বাদে প্রতিদিন নিত্য-নতুন চিকিৎসা পদ্ধতি আবিস্কৃত হলেও অ্যাকিউপ্রেশার নামক চিকিৎসা ব্যবস্থার জন্ম আজ থেকে কমপড়্গে তিন হাজার বছর আগে, এই ভারত উপমহাদেশেই। এখানকার মুনি-ঋষিরা তখন এই পদ্ধতিতেই রোগ নিরাময় করতেন। পরবর্তীকালে বিষ্ময়কর কার্যড়্গমতা সম্পন্ন এ চিকিৎসা ব্যবস্থা কালের গর্ভে উপমহাদেশ থেকে হারিয়ে যায়। ধারণা করা হয়, বৌদ্ধ ভিড়্গু কিংবা সন্নাসীদের মাধ্যমে প্রথমে শ্রীলংকা এবং পরে চীন ও জাপানে তা ছড়িয়ে পড়ে।
মূলত জৈব বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে পরিচালিত মানব দেহের প্রতিটি অংশের রয়েছে পৃথক পৃথক নিয়ন্ত্রণকারী সুইচ। মানুষের হাত ও পায়ের তালুতে রয়েছে এর সুইচ বোর্ড। শরীরে কোনো রোগ হলে সংশ্লিষ্ট সুইচে চাপ দিলেই ব্যথা অনুভূত হয়। কোনো ধরনের অত্যাধুনিক ডায়াগনসিস যন্ত্রপাতি ব্যবহার না করেও এ ব্যথার সূত্র ধরেই নির্ণয় করা যায় শরীরের যাবতীয় রোগ-ব্যাধি। এ অবস্থায় নির্দিষ্ট সুইচটি কিছুদিন নিয়মিত প্রেশার দিয়ে কোনো ধরনের ওষুধ ছাড়া রোগমুক্ত হওয়া সম্ভব।
যারা সুস্থ আছেন তারাও অবসরে নিয়মিত সুইচগুলোতে চাপ দিয়ে যেকোনো রোগ প্রতিরোধ করতে পারেন।
মেরুদণ্ড, ঘাড় কিংবা হাটুর ব্যাথা, ডায়বেটিস, হৃদরোগ, সাইনাস, প্রেশার, মেয়েদের স্তনের সমস্যা, যৌন রোগ, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে ছোট-বড় প্রায় সব রোগই নিরাময় করা যায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন অ্যাকিউপ্রেশার চিকিৎসায়।
‘বঙ্গজ স্বচিকিৎসা পরিবার’ ব্যানারে সাংবাদিক সাগর সগীর এখন নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশে সাধারণ মানুষের ঘরে ঘরে অ্যাকিউপ্রেশার চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে দিচ্ছেন। আপনি অলস বসে আছেন কিংবা গাড়িতে কোথাও যাচ্ছেনঃ শুধু এই চিকিৎসা পদ্ধতিটা জানা থাকলেই হলো। আপনার শারীরিক অসুস্থতায় তাৎড়্গণিক চিকিৎসা শুরু করে দিতে পারবেন।
তাৎড়্গণিক সুফলও পাবেন জানালেন সাগর সগীর।
অ্যাকিউপ্রেশার সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: জুয়েল রানা ০১৯১৬২৭৮২৫২, কাওসার আহমেদ-০১৭১৬-০০৫৯৩৩ এবং মুনমুন-০১৭২০০৮৩৭৭৮। এ সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা আমাদের জানাতে ০১৯১৫২৩০৯৭৯ নম্বরে ফোন করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।