আমাদের কথা খুঁজে নিন

   

রাখালী কাব্য

কিচ্ছু বুঝি না

শামীম পাগলা আজ আমাকে ফেসবুকে পেয়ে, কিছু একটা লিখিয়ে নিয়েই ছাড়লো। হঠাৎ করে কি লিখবো ভেবে পেলাম না। তাই কিছু দিন আগে একটা মরোক্কন গানের থেকে ভাবটা নিলাম। যদিও আমি ভাষা বুঝিনা কিন্তু সুর টা কেমন যেন করুন লাগছিল। তাই মরোক্কন বন্ধুকে গানের কথাটা বুঝিয়ে বলতে বলাতে সে ভাংগা ইংরেজিতে যেটুকু বোঝালো তাই লেখার চেষ্টা করলাম।

অনেক দিন আগে, কোন গল্প শোনা রাতে দাদিমা শোনাতো মোরে ঘুম পাড়ানোর সাথে। একটি রাখার ছেলে আর একটি রাখালি মেয়ে ভালবেসে ছিল তারা সবটুকু দিয়ে। চড়িয়ে ভেড়ার পার আর গেয়ে গান রাখার জুরাতো সেই রাখালীর প্রান। পাহাড়ের কোলে সেই ছোট সবুজ গাঁয় ছোট ছোট সুখ নিয়ে তাদের দিন কেটে যায়। এমনি কত রুপার মত শরতের রাতে রাখালীর মাথা রেখে রাখালের কাঁধে, হয়েছে ভোর কত স্বপ্ন চোখে নিয়ে ভরবে উঠোন তাদের সোনালী ফসল দিয়ে।

টুকটুকে লাল শাড়ী আর নাকফুল পড়ে রাখালী আসবে সেদিন রাখালের ঘরে। ঘড় আলো করে আসবে কচি দুটো মুখ এমনি স্বপ্নে ভরে থাকে রাখালির বুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।