আমাদের কথা খুঁজে নিন

   

রাখালী সুরের গীত

সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com রাখালীঃ যাও রে সখী কইও গিয়া কালারে আও বুঝাইয়া বাঁশীর সুরে কেনে পরান হরে এ কোন জ্বালায় জ্বলি নিশিদিন কোন কালের আছিল ঋণ যাই জ্বলি মরমে সখী রে কালা না বুঝে মনের কথা না বুঝিয়া দিল ব্যথা সেই ব্যথার কূল-কিনা্রা নাই রে কালায় বুঝবে যেদিন আমার জ্বালা সেইদিন পরাইতে মালা আসিবে তো আমার দুয়ারে সেদিন পান করিয়া বিষের ফুল ভাসাইয়া মোর কানের দুল যাইবো চলে ফাঁকি দিয়া রে গীতঃ সজল শর্মা সুরঃ লোকজ রাখালীঃ আমার মনে নাই রে সুখ আমার অন্তরে অসুখ প্রাণবন্ধু বিনে আমার প্রাণ যায় সখী হায় রে হায় প্রাণবন্ধু বিনে আমার প্রাণ যায় সে যে বাজায় মুরলি সুর যে বিচিত্র সুরিলি বাঁশির সুরে অন্তর আমার উতলায় সখী হায় রে হায় তার রূপ দেখিতে আশ অহর্নিশ হই নিরাশ প্রেম বিরহে তনুমন জ্বলি যায় সখী হায় রে হায় সে যে শটনট শ্যাম হৃদয় চিরে অবিরাম স্বপনেতে অভিরাম মুরতি দেখায় সখী হায় রে হায় গীতঃ সজল শর্মা সুরঃ লোকজ রাখালীঃ সখী মনেতে মনের বাড়ি লাগছে গণ্ডগোল মনের বাজার উতাল পাতাল কে গো বাজায় ঢোল না ভাবি না পাই কিনার মন যে আমার অতই পাথার না ভাবি না পাই কিনার না ভাবি পাই কূল পাগল সাজিলাম আমি তার রূপের নাই তুলনা হলুদ বরণ গাত্র তার যেন কাঁচা বরণ সোনা আকুল করিল নারী মন করি বেকুল গীতঃ সজল শর্মা সুরঃ লোকজ বাউলঃ এ আমার বাউল জীবন ঘরেতে আমি ঘর ছাড়া পিঞ্জিরাতে জান আছে মোর তবু তাহার নেই সাড়া তাল বেতালে ধুকুপুকু শূন্য দৃষ্টি আছে চক্ষু আপনারে খুঁজিয়া বেড়াই এইপার থেকে ওই পাড়া গাঙের জলে নৌকা ভাসাই উড়াই ঘুড়ি ছিড়িয়া নাটাই উজান পথে বাইতে গিয়া নৌকা আমার পাল ছেঁড়া। মন রে………………ভোলা মন গীতঃ সজল শর্মা সুর: লোকজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।