ধর্মই মননশীলতা ও সৃষ্টিশীলতার সবচেয়ে বড় অন্তরায় একটা মজার ঘটনা বলি। এটা শুনে ক্লাসের সবাই হেসেছিলাম।
আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে বাঙলা শিখত। স্যার তাদের ক্লাস নিতেন। কোন এক ছাত্রের বাংলাদেশী এক মেয়েকে খুব ভালো লাগে এবং তার কি করা উচিৎ সে বিষয়ে স্যারের কাছে পরামর্শ চায়।
স্যার তাকে বলে সে যেন মেয়েটার সাথে কোথাও দেখা করে এবং সরাসরি তার মনের কথা বলে। কয়েকদিন পরের কথা। স্যার খেয়াল করলেন যে ছাত্রটির মন খারাপ। স্যার তাকে জিজ্জেস করলেন,
স্যারঃ কি খবর তোমার? তাকে কি বলেছ তোমার যা বলার ছিল?
ছাত্রঃ বলেছি।
স্যারঃ খুব ভালো কথা।
সে কি বলল?
ছাত্রঃ নাহ্, সে রাজী হয়নি। আমাকে চলে যেতে বলেছে।
স্যারঃ চলে যেতে বলল! এতটা কঠোর ভাবে বলল!
ছাত্রঃ হু...
স্যারঃ আচ্ছা তোমাদের কি কি কথা হয়েছে বল তো
ছাত্রঃ আমি তাকে বললাম যে আমি তোমাকে ভালবাসি।
স্যারঃ আচ্ছা...
ছাত্রঃ মেয়েটা সাথে সাথে আমাকে বলল, "যাহ্..."......"''....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।