২৫ অক্টোবর, শনিবার বিডিনিউজ২৪নিউজ.কম-এ প্রথম সংবাদটি দেখি। পরের দিন কয়েকটি দৈনিকেও বেরিয়েছে।
ব্যক্তিগতভাবে আমার কোনো কমেন্টস নেই। তবে এইসব বাণিজ্যিক ছলার শিকার তো আমরা...!
কিছু হরলিকস আপনার সন্তানকে করবে আরও লম্বা, আরও শক্তিশালী, আরও তীক্ষ্ণধী (টলার, স্ট্রংগার এন্ড শার্পার) এমন একটি বিজ্ঞাপন বাংলাদেশের টিভি দর্শকরা প্রতিদিনই দেখছেন। এই বিজ্ঞাপনের দাবির সত্যতা নিয়ে বাংলাদেশে কোনো প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ) সেদেশে এর প্রচার নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে 'প্রমাণিত নয়' এমন দাবি করায় ম্যাগি নুডুলসের একটি বিজ্ঞাপনও নিষিদ্ধ করেছে সংস্থাটি। [/si
বিস্ময়ের বিষয়, এএসএ নিষিদ্ধ করার পরও আমাদের দেশে মানে আমাদের টিভিগুলোয় বিজ্ঞাপনটি এখনো দিব্যি চলছে..!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।