সিলভিয়া প্লাথের কবিতা লেডি ল্যাজারাস
অনুবাদ: আয়শা ঝর্না
আমি আবার করেছি এ কাজটা
প্রতি বছরে দশবার
অামি এটা করি
যেনবা চলন্ত বিষ্ময়, আমার চামড়া
নাজিল্যাম্পশেডের মতো উজ্জ্বল
আমার ডান পা
একটি পেপারওয়েট
আমার মুখ অভিব্যাক্তিহীন, মিহি ইহুদি লিনেনের মতো
অামি কি আতংক ধরাই ?
সেই নাক, সেই চোখের মণি, পুরো দাঁতের পাঁটি?
টক নি:শ্বাস প্রশ্বাস
একদিনেই হয়ে যাবে শেষ।
দ্রুত খুব দ্রুত কবরের
যে অন্ধকার আমাকে খেয়ে ফেলেছিল
আবার তা হবে পুনরুস্থাপিত
এবং আমি হয়ে উঠব হাস্যজ্জ্বল নারী
যে মাত্র ত্রিশ, আর বেড়ালের মতো
চেষ্টা করেছি নয়বার মরতে
এবার তৃতীয়বারের মতো
কি বিরক্তিকর!
একেকটা দশককে নিঃশ্চিহ্ন করে দেয়া
কত লক্ষ ফিলামেন্ট।
বাদামের খোসা চেপ্টানো ভিড়
ধাক্কা দিয়ে আসে দেখতে
ভদ্রমহিলা ও মহোদয়গন
আমার হাত ও পা থেকে কাপড় যাবে খসে
নগ্ন নৃত্যের মতো--
হতে পারে এই হাত, এই পা হলো
আমার একমাত্র পরিচয়,
সে যাইহোক, আমি সেই একই নারী
এটি প্রথম ঘটেছিল যখন আমি দশ বছরের
এটি ছিল দূর্ঘটনামাত্র।
দ্বিতীয়বার যখন করি
চাইছলাম সেটাই হোক আমার শেষ এবং
আর যাতে ফিরে না আসি।
ঝিনুকের পাথুরে খোলসের ভেতর নিজেকে
করলাম আবদ্ধ।
তারা ডেকে গেল, ডেকেই গেল
আঠাল মুক্তোর মতো তারা
পোকাগুলোকে তুেল নিয়েছিল আমার শরীর থেকে।
মৃত্যু একটা শিল্প, অন্যসবকিছুর মতোই
আমি খুব ভালভাবে এটা করি।
আমি তা করি কারণ এটি নরকের অনুভব আনে
আমি এটা করি কারণ তা সত্যিই অনুভব করি
আমার মনে হয় অাপনি বলে উঠবেন
আমার একটি কল আছে। '
এটি খুব সহজ হয় ছোট একটি প্রকোষ্ঠে করা
এটি খুব সহজ এবং যেমন আছে তেমন থাকা
এবং নাটকীয়ভাবে
প্রখর দিনের আলোয় ফিরে আসা
ঠিক একই জায়গা, একই মুখ, একই নিষ্ঠুরতা
মজা পাওয়া চিৎকার
যাদু
যা আমাকে করে দেয় মূমুর্ষ
এর একটা দাম আছে
আমার ক্ষতগুলোর একটা মূল্য হয় দিতে
আমার হৃদপিন্ডের ধ্বনি শোনার একটা দাম আছে।
এবং একটি শব্দ অথবা একটি ছোঁয়া
কিংবা রক্তচ্ছটা এরও আছে একটি বিরাট মূল্য ।
আমার একটুকরো চুল কিংবা আমার কাপড়।
তাইই ডক্টর, তাইই আমার শত্রু।
আমি তোমার রচিত
আমি তোমার অমূল্যরতন
খাঁটি সোনায় তৈরী শিশুটি
চিৎকাের যায় গলে,
ঘুরতে থাকি, পুড়ে যাই
ভেবো না তোমার বিবেচনাকে দেখছি খাটো করে।
ছাই, ছাই
তুমি তাকে খোঁচাও, নাড়া দাও
সেখানে মাংস, হাড়ছাড়া কিছুই নেই।
একটুকরো সাবান,
একটি বিয়ের আঙটি,
একটি সোনার দাঁত।
জনাব ঈশ্বর, জনাব লুসিফার
সাবধান
সাবধান।
ছাইয়ের ভেতর থেকে
আমি আমার লালচুলসহ উঠে আসি
আর পুরুষ খাই বাতাসের মতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।