আমাদের কথা খুঁজে নিন

   

ভেংচি কেটে দ্যাখ...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

কলঘরে কেউ বন্ধ করে দেয় যদি তোকে, কিংবা বোকা পাঁঠা বলে দেয় যদি বকে, কানের গোড়ায় মারলে পরে কান্না যখন পায়, প্রাণটা খুলে গলা তুলে গাইবি তখন আয়... ভেংচি কেটে দ্যাখ, লেংচে হেটে দ্যাখ, একটা ডিগবাজি, পাচ্ছে হাসি খ্যাক... ছেলেবেলায় করেছিলাম ইংরেজিতে ফেল, ছাদে বন্ধ করে রাখে সারাটা বিকেল, কাদঁতে কাদঁতে সন্ধ্যা নামল হঠাত কোন ফাঁকে, একটা ভুত ও এসেছিল আকাশের থেকে, বাই বাই করে তিনপাক ঘুরে ছাদের কার্নিশে, ১৮ বার হেচঁকি তুলে ১৯ বার কেশে, বলল আমায় কানে কানে মন্ত্র শিখে নে, এবার থেকে কান্না পেলে গাইবি গলা তুলে... ভেংচি কেটে দ্যাখ, লেংচে হেটে দ্যাখ, একটা ডিগবাজি, পাচ্ছে হাসি খ্যাক... হা হা হা হা হা হা... যাই হোক...এইটা আমার ব্যাপক পছন্দের গান, অনেকদিন পর শুনতে ইচ্ছা হইল...শুনে শুনে লিখলাম...কেন লিখলাম তা জানিনা...মানুষ যা করে সবসময় সেটার একটা কারন থাকতেই কি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।