আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্জুর ভেংচি . . .( বিভাগঃ দৃশ্যমান ও অদৃশ্যমান বন্ধুরা)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

কলেজে থাকতে মঞ্জু নামে আমার এক বন্ধু ছিলো। ওর একটা বাজে অভ্যাস ছিলো। কাউকে দেখলেই কারণে-অকারণে ভেংচি কাটতো। চোখ মুখ বাকিয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় ভেংচি কাটতো। আমরা হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যেতাম।

আর এটাই যেনো ওর স্বার্থকতা ছিলো। ওকে অনেকবারই এরকম করতে বারণ করা হয়েছে, কিন্তু ও কারো কথাই শুনতো না। সেদিন নীলক্ষেত মোড়ে প্রায় তিনবছর পর মঞ্জুর সাথে দেখা। আমি দূর থেকে স্পষ্ট দেখতে পেলাম ও আমাকে দেখেছে। এতোবছর পর দেখা, ভাবতেই মনটা ভালো হয়ে গেলো।

ও আমার দিকেই আসছে এবং আমি ওর দিকে যাচ্ছি। আমি মঞ্জুর দিকে একটু ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম ও আমার দিকে ভেংচি কাটতে কাটতে আসছে। আমি খুবই অবাক হলাম এবং ভাবলাম এতদিন পর দেখা তারপরও মঞ্জু আমাকে ভেংচি কাটছে! মঞ্জু আর আমি চার রাস্তার মোড়ে মুখোমুখি দাড়িয়ে আছি। ও লম্বায় প্রায় সাড়ে ছয় ফিটের ওপরে। তাই আমাকে মাথা উচু করে ওর দিকে তাকিয়ে থাকতে হলো।

ও আমার দিকে চোখ-মুখ বাকিয়ে তাকিয়ে আছে এবং ও অনেকটা এলিয়েনের মতো করছে। আমি একটু ভয় পেলাম। আর রাস্তার মাঝে এরকমটা করছে বলে কিছুটা বিব্রত বোধ করলাম। আমি মঞ্জুর হাত ধরে টেনে রাস্তার একপাশে নিয়ে আসলাম। আর বললাম, ”কিরে মঞ্জু, এতদিন পর দেখা, অথচ তুই ভেংচি কাটছিস!!” ও তখনো চোখ-মুখ বাকিয়ে আছে এবং মাথা নেড়ে আফসোস করতে করতে বলছে, ”আর বলিস না! গতবছর রতœার জন্মদিনে ওকে খুব করে ভেঙ্গালাম, ও হঠাৎ অনেক ভয় পেয়ে কেঁদেদিলো, এরপর থেকে আমার মুখটাই এমন হয়ে গেলো!!” আমি ওর কথা শুনে হাসতেও পারলাম না! কি বলবো তাও বুঝতে পারছিলাম না।

তবে ঐমুহুর্তে আমার আর এক কলেজ বন্ধুর কথা মনে পড়েগিয়েছিলো। ওর নাম ছিলো আরমান। আরমানেরও একটা বাজে অভ্যাস ছিলো। ও কারণে-অকারণে দুই হাত তুলে সবাইকে ভয় দেখাতো। মনে মনে ভবলাম আরমানের অবস্থা যদি মঞ্জুর মতো হয় তবে হয়তো খুব শিঘ্রই দেখতে পাবো যে নীলক্ষেত মোড়ে একটা ছেলে দুইহাত উঁচু করে হাঁটছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে. . .!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.