সহজ কথা বলতে ভালোবাসি , সহজ পথে চলতে ভালোবাসি
এই পোষ্টটি আমি আগে একবার করেছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে পোষ্টটি মনে হয়, প্রথম পাতায় প্রকাশিত হয়নি......তাই আবারও পোষ্ট করলাম।
" আমি চাকুরী সূত্রে সিলেটে অবস্হান করছি। কিছুদিন আগে কিছু স্হানীয় ভাই বেরাদর আছে এখানে যারা কেন জানিনা আমাকে ভীষণ পছন্দ করে। ওদেরই একজন খুব করে ধরলো ওর দেশের বাড়ী জগন্নাথপুরে ইফতারীর জন্য।
সিলেটী ভাইরা হয়তো জানবেন জগন্নাথপুর জায়গাটি, বিশ্বনাথ এলাকার ঠিক পরেই।
খুব সম্ভবতঃ সুনামগন্জের অধীনে । এলাকাটি প্রয়াত মন্ত্রী আব্দুস সামাদ আজাদের নির্বাচনী এলাকা ছিলো।
এবারে যে কারণে এই লেখাটির অবতারণা সেই প্রসংগে আসি। জগন্নাথপুর ছোট্ একটি এলাকা । দেখার মতো তেমন কিছুই নেই।
মানুষ বেশ আন্তরিক। কথাটি এজন্যই বললাম, কারণ যাদের দাওয়াতে গ্যালাম, তাদের আর্থিক সংগতি ততটা না থাকলেও, আন্তরিকতার কোনো কমতি ছিলোনা। তারাবীহর নামাজ এরা বেশ তাড়াহুড়া করে পড়ে ( এটা অবশ্য সবখানেই হ্য়, তবে আশ্চর্য হলাম এই কারণে কেননা এরা বিতর নামাজও ততোধিক তাড়াহুড়ায় আদায় করে ) ।
প্রবাসী সিলেটবাসীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি নিম্মলিখিত কারণটির জন্য ...................
অনেকেই দেখলাম অজপাড়াগায়ে প্রাসাদপম গৃহ নির্মাণ করেছেন । এতে কোণো সমস্যা নেই কিন্তু জগন্নাথপুরে আসার রাস্তাটির কথা ভেবে দেখেছেন কখনোও ? যতদুর মনে পড়ে, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির পানছড়িতেও আমি এতটা খারাপ রাস্তা দেখিনাই ।
পাবলিকরে জিগাইলাম, " রাস্তার এই হালত কেন "? তাদের উত্তর , " আব্দুস সামাদ আজাদের পর আর কেউ আমাদের দেখেনাই " ।
প্রবাসী সিলেটবাসীর প্রতি আমার সদয় অনুরোধ......আপনাদের একটু সম্মিলিত প্রয়াস পারে হাওর এলাকা জগন্নাথপুর কে সম্ভামনাময় করে তুলতে । কেননা, রাস্তা ঠিক হলে, আখেরে জগন্নাথপুরই যে লাভবান হবে, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখেনা । "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।