আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম উত্তরবঙ্গের জেলা - কুড়িগ্রাম



গত ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর ঘুরে এলাম কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা। সত্যি প্রকৃতি আমাদের অনেক কিছুই দিয়েছে যা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। শহরের যান্ত্রিকতা থেকে দূরে কবিগুরুর ভাষায় ছায়া সুনিবিড় শান্তির নীড় আমাদের এ সব গ্রাম গুলি। ওখানে গ্রামের রাস্তায় নেই কোন কোলাহল, শব্দ দূষন এবং ট্রাফিক জ্যাম। পরিবর্তে আছে গাছের ছায়া, পাখির ডাক আর বাতাসে গাছের পাতার শব্দ। রাস্তার পাশে বিলে রয়েছে বিভিন্ন জলজ ফুল ও লতা পাতা বিশেষ করে জাতীয় ফুল শাপলা এবং অন্য একটি ফুল যার স্থানীয় নাম কাউয়াঠুকরী। দুপুরে পুকুরের পানিতে গ্রামের ছেলের দুরন্তপনা, নদীতে ও বিলে জেলেদের মাছ ধরা সহ আরও বেশ কিছু বৈশিষ্ট্য। সময়ের অভাবে অনেক কিছু লেখার থাকলে ও পারছি না, তাই আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। (ঘরের চালে বিড়াল) (গ্রামের রাস্তা) (ইউক্যালিপটাস সারি) (গ্রামের রাস্তায় গাছের ছায়া) (ফসলের মাঠ) (তিস্তা নদীর চর) (তিস্তার পানিতে রোদের খেলা) (তিস্তায় জেলে নৌকায় মাছ ধরছে জেলে) (তিস্তায় মাছ ধরছে জেলে) (প্রত্যন্ত গ্রামে সোলার বিদ্যুৎ) (বাশঝাড়) (বিলের পাড়ে মেহগনী সারি) (মাছের খামারে মাছ ধরছে সবাই) (দুপরের রোদে গ্রামের পুকুরে কিশোরের দস্যিপনা) (বিলের পাড়ে ইউক্যালিপটাস সারি) (বিলের পাশে ধানের ক্ষেত) (বিলের মোহময় পরিবেশে মাছ ধরছে জেলে) ছবিঃ দূর্ভাষী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.