আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা

চিন্তা করছি

প্রিয় মহোদয়, তৃতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের শুভেচ্ছা জানবেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত ও আপনাদের ভালবাসায়, সহযোগিতায় আমাদের কর্মকান্ডের তৃতীয় বর্ষ সমাপ্ত হতে চলেছে। আগামীকাল ২৪ অক্টোবর আমাদের তৃতীয় বর্ষপূর্তিতে আপনাকে জানাই আমাদের অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ এবং নিরন্তর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ওপেন সোর্স সফটওয়্যার স্বাধীনতারই সমার্থক। সফটওয়্যারের স্বাধীনতার মধ্যে রয়েছে - যে কোন কাজে ঐ সফটওয়্যার ব্যবহারের স্বাধীনতা, সফটওয়্যারটি কীভাবে কাজ করছে তা বোঝা এবং নিজের মতো করে তা পরিবর্তন করার স্বাধীনতা, প্রতিবেশীকে সাহায্য করার জন্য ঐ সফটওয়্যার পুনঃবিতরণের স্বাধীনতা, সফটওয়্যারের উন্নতি করে তা সর্বসাধারণের জন্য বিতরণ করার স্বাধীনতা, নিজের মায়ের ভাষায় কম্পিউটার ব্যবহারের স্বাধীনতা এবং সর্বোপরি প্রযুক্তির জন্য অন্য দেশের পরাধীন না হওয়ার স্বাধীনতা।

এই স্বাধীনতার মূল মন্ত্র সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের জন্ম হয়েছে ২০০৫ সালের ২৪ অক্টোবর। গেল তিন বছর বছর ধরে আমরা মুক্ত দর্শনের এই বিশ্বাসই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা লোকালাইজেশনের বুট ক্যাম্প, ওপেন সোর্স ক্যাম্প, কোড_স্প্রিন্টের আয়োজন, বিভিন্ন স্থানে সেমিনার, কর্মশালার উদ্যোগ, উৎসাহী ব্যক্তিদের কাছে ওপেন সোর্স সফটওয়্যার পৌছে দেওয়া, একটি সহায়তা কেন্দ্র পরিচালনা, মুক্ত কন্টেন্টকে জনপ্রিয় করার জন্য উইকি ক্যাম্প, উইকি আড্ডা ইত্যাদি। জনপ্রিয় অপারেটিং সিস্টেম লিনাক্স-এর বিভিন্ন বিতরণ প্যাকে এখন বাংলা থাকেই। আমাদের আর একটি উদ্যোগ হলো ইন্টারনেটে বাংলা মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে সমূদ্ধ করা।

২০০৬ আমরা যখন বাংলা উইকি দল গঠন করি তখন বাংলা উইকিপিডিয়াতে মাত্র ৫০০ ভুক্তি ছিল। এখন তা ১৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক কপিরাইটের বাধ্যবাধকতার ব্যাপারে স্বল্পোন্নত দেশ হিসাবে আমাদের এখনকার ছাড় থাকবেনা ২০১৩ সাল থেকে। তখন কস্টার্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগই শেষ হয়ে যাবে লাইসেন্স ফী দিতে গিয়ে! কাজেই আমাদের ভাবতে হবে এসব বিষয় নিয়েও। আমাদের তাই এনিয়েও রয়েছে উদ্যোগ।

যেহেতু আমাদের কাজ তরুনদের সঙ্গে তাই আমরা তাদের স্বাধীন থাকার পরামর্শ দেই, মাদক আর তামাক থেকে দূরে থাকতে বলি। আমাদের তৃতীয় বর্ষপূর্তিতে আমরা আপনাকে আহবান জানাই - ১. উন্মুক্ত দর্শনকে গ্রহণ করুন, ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করুন, ২. বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন, ৩. ২০১৩ সাল পরবর্তী সময়ের জন্য দেশকে তৈরি করুন। আপনাদের সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক। উন্মুক্ত সফটওয়্যার ও মুক্ত দর্শনই আমাদের ভবিষ্যত। ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছাসহ মুনির হাসান সাধারণ সম্পাদক


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।