হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র ঘটনা হচ্ছে যে আমার কাছে কোন ছবি নাই। তাই ছবি দিতে পারছিনা। কিন্তু যারা টিভিতে দেখার তারা নিশ্চয় দেখেছেন। শাহবাগ চৌরাস্তা এখন তাহরীর স্কয়ারে পরিণত হয়েছে। হাজারে হাজার মানুষ আসছে।
সারা রাত সবাই থাকবে। এখানে গান হচ্ছে, স্লোগান হচ্ছে। এখানে মোমবাতি জ্বলছে, এখানে মশাল জ্বলছে।
সারা দেশে এইরকম ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। আর ঢাকায় তো আমরা আছি শাহবাগেই, চলে আসুন।
ইতিহাসের সাক্ষি হউন। নাইলে সারা জীবন পস্তাইবেন।
আজকে যারা পারবেন না তারা আগামীকাল চলে আসুন। আমরা চাই শাহবাগ থেকে পল্টন পর্যন্ত মানুষের ঢল নামুক। আজকে শত থেকে হাজার হয়েছে।
আগামীকাল আমরা চাই হাজার থেকে লাখো মানুষের ঢল নামুক। আজকে শাহবাগ, আগামীকাল পল্টন পর্যন্ত গণমানুষের অবস্থান ধর্মঘট হউক। জামাত হরতাল ডেকেছে। আমরা রাজপথ দখল করে হরতাল রূখে দেবো। ভয়ের কিছু নাই, লাখো জনতা আপনার সাথে আছে।
এই ঐতিহাসিক সংগ্রামের অংশ হউন, ইতিহাসের অংশ হউন।
মুক্তিযুদ্ধের বাঙলায়, রাজাকারের ঠাই নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।