আমাদের কথা খুঁজে নিন

   

সুশিক্ষিত সচেতন মা পারেন সুশিক্ষিত সন্তান গড়তে

অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে...
একজন সুশিক্ষিত সচেতন মা-ই পারেন একজন সুশিক্ষিত সন্তান গড়ে তুলতে। তাই আমাদের দেশে সুশিক্ষিতা নারীসমাজ গড়ে তুলতে পারলে পরিবার তথা সমাজ তথা দেশের জন্যই কল্যাণকর। একজন সুশিক্ষিত মা অনেক বিষয়েই সচেতন থাকেন। সন্তানকে ছোট থেকে কীভাবে লালন-পালন করতে হবে, কীভাবে শিক্ষা দিতে হবে, তা একজন সুশিক্ষিত মাই দিতে পারেন। পূর্বের সমাজ ব্যবস'া আর বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন এসেছে।

প্রত্যেক সন্তানের বাবা-মা চান তার ছেলে-মেয়ে লেখাপড়া শিখে সুসন্তান হিসেবে গড়ে উঠুক। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বাবা-মায়েরা একটু সচেতন হলেই সন্তানের সোনালি ভবিষ্যৎ গড়া সম্ভব। বাবার চেয়ে মা-ই ভালো বোঝেন তার সন্তান কী চায়? মা সন্তানের মনের কথাগুলো ভালো বুঝতে পারেন। তাই মায়েদের উচিত সে বিষয়টি মাথায রেখে সন্তানকে ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেয়া। বর্তমানে নারী শিক্ষার জন্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে।

সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পারলে সমাজ তথা দেশের মঙ্গল, শুধু সুশিক্ষিত নারী কেন, অল্প শিক্ষিত নারী তথা মায়েরাও পারেন তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। এজন্য প্রয়োজন আমাদের একের প্রতি অন্যের সহানুভূতিশীল মনোভাব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।